ফকিরহাট সদরের জাড়িয়া চৌমাথা এলাকায় তরুণ সমাজ সেবক শেখ হাসিবুর রহমান (এফসিএ) ও গ্রামবাসীর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধিত হয়েছে। শনিবার (২৪ জুলাই) সকাল এগারোটায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন।
উদ্বোধিত বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় জাড়িয়া-সিংগাতী সহ আশপাশের এলাকায় সড়কের পাশে প্রয়োজনীয় সংখ্যক বৃক্ষ রোপণ করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছে। এদিন প্রায় তিনশত ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষ রোপণ কর্মসূচিতে এদিন সকালে প্রবীণ সমাজসেবক আলহাজ্ব আ: খালেক, আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, শেখ ইলিয়াস হোসেন, মুফতি মাওলানা মো: মুস্তাকিম বিল্লাহ, শিক্ষক সৈয়দ শাহ এলান, মোছা: মেরিনা খাতুন, শেখ সোহরাব হোসেন সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার তরুণদের মাঝে শেখ ফারুক হোসেন, শেখ লিটন, আবু হানিফ, শেখ সাগর হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই। আমাদের প্রত্যেকেরই উচিত বৃক্ষ রোপণপূর্বক তার পরিচর্যা ও সঠিক সংরক্ষণ করা।