ফকিরহাট প্রতিনিধি: ফকিরহাট সদর ইউনিয়নের ডাকবাংলো মোড় সহ সড়কে যানজট নিরসনে দোকানের সামনে গড়ে উঠা অবৈধ্য স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু। তিনি ২৪ জানুয়ারী বিকেলে নিজ হাতে বিভিন্ন দোকানদারদের লিখিতভাবে এই নিদের্শনা প্রদান করেন। জানা গেছে,ফকিরহাট সদর বাজার এলাকার বিশ্বরোড থেকে ডাকাবাংলা মোড় বটতলা পর্যন্ত সড়কে প্রতিনিয়ত যানজট লেগে থাকে এবং রেলওয়ে মার্কেট ও পুরাতন বাজারে সড়কের দুই পাশে দোকানদারদের সামনে গড়ে উঠা অবৈধ্য স্থাপনা তিন দিনের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য অবগত করা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মান্নাদে ও শেখ সৈয়দ আলী প্রমুখ।