ফকিরহাট প্রতিনিধি: ফকিরহাট সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবকলীগের প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪টায় আট্টাকী পশ্চিমপাড়া মহল্লায় এ সভার আয়োজন করা হয়। বঙ্গবন্ধু আইন পরিষদের মহানগর শাখার সাধারণ সম্পাদক শেখ মঈন উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ ইমরুল হাসান। এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ ফারুক হোসেন, মোঃ জুয়েল রানা, আজমল হোসেন, প্রসেন সাহা, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উন্নতি রানী সাহা, আরো উপস্থিত ছিলেন এস.এম. জুলফিকার জুয়েল, শেখ ওবায়েদ হোসেন সহ অত্র মহল্লার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।