সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ফক্স নিউজ থেকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি, কে এই ক্যারোলিন? | চ্যানেল খুলনা

ফক্স নিউজ থেকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি, কে এই ক্যারোলিন?

নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের মেয়ে ক্যারোলিন লেভিত। মধ্যবিত্ত ব্যবসায়িক পরিবারে জন্ম ও বেড়ে ওঠা ক্যারোলিন মাত্র ২৭ বছর বয়সেই ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে। ক্যারোলিন হতে চলেছেন হোয়াইট হাউসের সবচেয়ে কম বয়সি প্রেস সেক্রেটারি।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পরবর্তী মেয়াদে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে এই নারীকে মনোনয়ন দিয়েছেন। শুক্রবার ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে তাকে একজন ‘দক্ষ ও দৃঢ়চেতা’ মানুষ হিসেবে বলেছেন।

সবকিছু ঠিক থাকলে আগামী ২০ জানুয়ারি ট্রাম্পের আনুষ্ঠানিক শপথের পর হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ এই পদে যোগ দেবেন ক্যারোলিন।

তবে হোয়াইট হাউসে কাজ করার কিংবা সংবাদ মাধ্যমকে সামাল দেওয়ার অভিজ্ঞতা ক্যারোলিন লেভিতের নতুন নয়। এর আগে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন ক্যারোলিন।

হোয়াইট হাউসের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজের শিক্ষানবিশ ছিলেন ক্যারোলিন। হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি হওয়ার আগে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বক্তব্য-বিবৃতি লেখার কাজে সম্পৃক্ত ছিলেন।

এএফপির তথ্য, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের রিপাবলিকান দলের সদস্য এলিস স্টেফানিকের যোগাযোগ পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন ক্যারোলিন। নিজের নতুন প্রশাসনে এলিস স্টেফানিককে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত পদে মনোনয়ন দিয়েছেন ট্রাম্প।

ক্যারোলিন নিজেও প্রতিনিধি পরিষদের সদস্য হতে চেয়েছিলেন। এ জন্য ২০২২ সালের নির্বাচনে নিউ হ্যাম্পশায়ার থেকে রিপাবলিকান প্রার্থী হিসেবে ভোটে লড়েন। কিন্তু ডেমোক্রেটিক ক্রিস পাপাসের কাছে হেরে যান।

ওই সময় কর কমানো, সীমান্ত সুরক্ষা বাড়ানো, সীমান্তে প্রাচীর নির্মাণ শেষ করা, আইনশৃঙ্খলা জোরদার করার বিষয়ে জোর প্রচার চালিয়েছিলেন ক্যারোলিন। এসবের বেশির ভাগই ট্রাম্পের অগ্রাধিকারের তালিকায় রয়েছে।

২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প আবারও লড়াইয়ের ঘোষণা দেওয়ার পর, ট্রাম্পের প্রচার শিবিরে যোগ দেন ক্যারোলিন। এবার দায়িত্ব বেশ বড়। প্রচার শিবিরের ‘ন্যাশনাল প্রেস সেক্রেটারি’ হন তিনি। তাই সংবাদমাধ্যমে বেশ পরিচিত মুখদের একজন তিনি।

এ নির্বাচনের মাস চারেক আগে জুলাইয়ে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন ক্যারোলিন।

এর আগে সবচেয়ে কম বয়সে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হয়েছিলেন রন জিয়েগলার। ১৯৬৯ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন তাকে এই পদে নিয়োগ দেন। তখন রনের বয়স ছিল ২৯ বছর।

ক্যারোলিন পড়াশোনা করেছেন নিউ হ্যাম্পশায়ারের ক্যাথলিক প্রতিষ্ঠান সেন্ট আন্সলেম কলেজে। বিষয় ছিল যোগাযোগ ও রাষ্ট্রবিজ্ঞান। ২০১৯ সালে স্নাতক সম্পন্ন করেন।

https://channelkhulna.tv/

গণমাধ্যম আরও সংবাদ

খুলনা প্রেসক্লাবের ১১ জনের সদস্যপদ বাতিল

সাংবাদিক নিয়োগ দিচ্ছে দৈনিক আমার • একুশ

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাংবাদিক ইউনিয়নের কর্মসূচি

অস্বচ্ছল প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনার কাজ চলছে : মুহাম্মদ আবদুল্লাহ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালককে ফুলেল শুভেচ্ছা

মাগুরায় জমকালো আয়োজনে প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।