সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ফাইনালে বাংলাদেশের দুই দল, প্রতিপক্ষ ভারত | চ্যানেল খুলনা

ফাইনালে বাংলাদেশের দুই দল, প্রতিপক্ষ ভারত

ভারতের জয়পুরে চলছে এশিয়ান হ্যান্ডবল জোনের দুটি টুর্নামেন্টে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ ও ২০ দুই বিভাগেই অংশগ্রহণ করেছে। চার দলের এই টুর্নামেন্টে শুক্রবার (১২ জুলাই) দুই বিভাগেই মালদ্বীপকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

ইয়ুথ (অ-১৮) বিভাগে বাংলদেশে ৪৭-২৮ গোলে মালদ্বীপকে হারায়। যেখানে প্রথমার্ধে তারা ২০-১০ গোলে এগিয়ে ছিল। জুনিয়র (অ-২০) বিভাগে বাংলদেশ-মালদ্বীপ ম্যাচটি একটু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। মাত্র ৮ (৩৮-৩০) গোলের ব্যবধানে ম্যাচে জয়লাভ করে বাংলাদেশ। এর আগে প্রথমার্ধে বাংলাদেশ ১৮-১১ গোলে এগিয়ে ছিল। দুই বিভাগের ফাইনালেই বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

বছর জুড়ে নানা ঘরোয়া টুর্নামেন্ট/প্রতিযোগিতা আয়োজন করে হ্যান্ডবল ফেডারেশন। যদিও আন্তর্জাতিক অঙ্গনে তাদের অংশগ্রহণ কম। হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে কোহিনূর প্রায় তিন দশক থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হ্যান্ডবলকে প্রতিষ্ঠিত করতে পারেননি। অনেক ফেডারেশনের নেই কক্ষ ও আলাদা ভেন্যু। হ্যান্ডবল ফেডারেশনের ভেন্যু-অফিস সব থাকলেও, আন্তর্জাতিক অঙ্গনে পদচারণা যেমন কম, তেমনি সাফল্যও কম।

প্রতিনিধিত্ব ও সাফল্যের জন্য প্রয়োজন পেশাদারিত্ব। ভারত সফরের আগে দুই দলের ফটোসেশনের পর টুর্নামেন্টের কোনো ছবিই মিডিয়ায় প্রেরণ করতে পারেনি ফেডারেশন। অথচ সেখানে দলনেতা হিসেবে আছেন একজন সহকারী সাধারণ সম্পাদক। যিনি কোহিনূরের অবর্তমানে ফেডারেশনের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্বও পালন করেন।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

চতুর্থবার নিষিদ্ধ কিউই পেসার, তবে এবার ভিন্ন কারণে

তালেবান নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে অস্ট্রেলিয়ায় খেলবে আফগান নারীরা

ফ্রান্স-ইসরাইল ম্যাচ ঘিরে প্যারিসে নিরাপত্তা জোরদার

আফগানদের কাছে হারের দায় উইকেটকে দিলেন মিরাজ

ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা শেখ শফিকুর রহমান টুকুন স্মুতি ফটবল টুর্নামেন্টের উদ্বোধন

আবারও শুরু হচ্ছে আফ্রো-এশিয়া কাপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।