চ্যানেল খুলনা ডেস্কঃমাহমুদউল্লাহ ব্যর্থ হলেও বিসিএলের ফাইনালে চালকের আসনে রয়েছে তার দল দক্ষিণাঞ্চল। তাদের ৪৮৬ রানের জবাবের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১১০ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে আশরাফুল-ইমরুলের পূর্বাঞ্চল। তারা এখনো ৩৭৬ রান পিছিয়ে রয়েছে।
এ দিন ব্যাট হাতে ব্যর্থ হন পূর্বাঞ্চলের দুই ওপেনার পিনাক ঘোষ ও মোহাম্মদ আশরাফুল। ৬৩ রানের ওপেনিং পার্টনারশিপ গড়ে তুললেও দুইজনের কেউই ইনিংস লম্বা করতে পারেননি। পিনাক ঘোষ ৩৮ ও আশরাফুল করেন ২৮ রান। এছাড়া ব্যর্থ হয়েছেন দলের অধিনায়ক ইমরুল কায়েসও। তিনি করেন ২২ রান। মাহমুদুল হাসান ও আফিফ হোসেন তৃতীয় দিনের খেলা শুরু করবেন। দক্ষিণাঞ্চলের আব্দুর রাজ্জাক ২ ও শফিউল ইসলাম নেন ১ উইকেট।
এর আগে, ৬ উইকেটে ৩০৫ রান তুলে প্রথম দিন শেষ করেছিল পূর্বাঞ্চল। দ্বিতীয় দিনে তারা আরও ১৮১ রান যোগ করে। সর্বোচ্চ ১০৩ রান করে অপরাজিত থাকেন ফরহাদ রেজা। এছাড়া ফজলে মাহমুদ ৮৯ রান, শামসুর রহমান ৭৯ ও এনামুল হক করেন ৭৬ রান। টেস্ট দল থেকে বিশ্রাম পাওয়া মাহমুদউল্লাহ বিসিএলেও ব্যর্থ হয়েছেন। তিনি করেন মাত্র ১ রান। পূর্বাঞ্চলের পক্ষে রুয়েল মিয়া, সাকলাইন সজিব ও মোহাম্মদ আশরাফুল নেন দুটি করে উইকেট। এছাড়া আবু হায়দার রনি ও আফিফ হোসেন ধ্রুব একটি করে উইকেট শিকার করেন।