টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ লেজেন্ডসের অধিনায়ক মোহাম্মদ রফিক। টাইগার কিংবদন্তিদের হয়ে ইনিংস উদ্বোধনে এসেছিলেন জাভেদ ওমর বেলিম ও নাজিমউদ্দিন।
এই দুইজনের কল্যাণে রোড সেফটি টুর্নামেন্টে টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিংয়ে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ লেজেন্ডস। বিশেষত নাজিমউদ্দিন ভারত লেজেন্ডসের বোলারদের তুলোধোনা করেছেন। মাত্র এক রানের জন্য পাননি হাফ সেঞ্চুরির দেখা।
৩৩ বলে ৪৯ রান করে আউট হন তিনি। যুবরাজ সিংয়ের বলে বোল্ড হয়েছেন নাজিম। তবে সাজঘরে ফেরত গেছেন ওপেনিংয়ে তার সঙ্গী জাভেদ ওমর। ১ চারে ১৯ বলে ১২ রান করে প্রজ্ঞান ওঝার বলে স্টাম্পিংয়ের শিকার হন তিনি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৯ ওভারে ৬৮ রান তুলে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ লেজেন্ডস। ২ বলে ২ রান করে অপরাজিত আছেন নাফিজ ইকবাল, নাজিমের বিদায়ের পর নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসেছেন অধিনায়ক মোহাম্মদ রফিক।