খুলনায় গুলিতে ব্যবসায়ী মিলন ফকির নিহতের ঘটনা তদন্তে পুলিশের গোয়েন্দা বিভাগের একাধিক টিম ঘটনাস্থলে কাজ শুরু করেছে। তবে হত্যার এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।
সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে খুলনার ফুলতলার আলকা গ্রামের আইডিয়াল মোড়ে দুর্বেত্তের গুলিতে খুন হন মিলন ফকির। বেলা ১১টার দিকে ঘটনাস্থলে যায় পুলিশের গোয়েন্দা বিভাগের একাধিক টিম।
খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত সরকার বলেন, ‘হত্যার কারণ খুঁজতে পুলিশের গোয়েন্দা বিভাগসহ একাধিক টিম কাজ করছে। এছাড়া জড়িতদের আটকের চেষ্টা চলছে। পরে বিস্তারিত জানানো হবে।’
মিলন নড়াইল জেলার পেড়ুলি গ্রামের ওহাব ফকিরের ছেলে। খুলনার ফুলতলার আলকা এলাকায় থাকতেন তিনি।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস তালুকদার বলেন, ‘সোমবার সকাল ৯টার দিকে জামিরা রোডের আইডিয়াল স্কুল মোড়ে একটি দোকানে বসে মিলন কথা বলছিলেন। সেখানে একটি মোটরসাইকেল করে দুইজন ব্যক্তি আসেন। তাদের একজন মিলনের সঙ্গে কথা বলার একপর্যায়ে তাকে গুলি করেন। এ সময় মিলন দৌড়ে দোকানের মধ্যে ঢুকলে সেখানেও তাকে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মিলন মারা যান।’
জানা গেছে, ফুলতলা বাজারে মিলনের পণ্যসামগ্রীর দোকান রয়েছে। এছাড়া তিনি ফুলতলার শিকিরহাট খেয়াঘাটের ইজারাদার ছিলেন। মিলন একসময় প্রবাসে থাকতেন। দেশে ফিরে তিনি বিদেশে লোক পাঠানোর কাজও করতেন। এসব নিয়ে বিরোধের জেরে হত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা কারও কারও