সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
ফের দুই ক্লাবকে প্লে অফের চিঠি ফেডারেশনের | চ্যানেল খুলনা

ফের দুই ক্লাবকে প্লে অফের চিঠি ফেডারেশনের

প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগে অপরাজিত চ্যাম্পিয়নের ট্রফি পেয়েছে আজ আবাহনী। ঘরোয়া ফুটবল লিগে শিরোপার খুব কাছাকাছি বসুন্ধরা কিংস। অন্য দিকে হকি লিগের শিরোপা নিষ্পত্তির জটিলতা এখনো কাটেনি। লিগ শেষ হওয়ার ১৭ দিন পর হকি ফেডারেশন আজ আবার আবাহনী ও মেরিনার ইয়াংসকে চিঠি পাঠিয়েছে।

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ বলেন, ‘দুই ক্লাবকে ১০-১৩ মে’র মধ্যে ম্যাচ আয়োজনের বিষয়টি জানিয়ে চিঠি দিয়েছি। তাদের চিঠির প্রাপ্তির পর ফেডারেশন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।’ আবাহনী-মেরিনার্স দুই দলেই বিদেশি খেলোয়াড় ছিল। বিদেশি খেলোয়াড়রা এখন নিজ নিজ দেশে। বিদেশি খেলোয়াড় আনা, অনুশীলনের প্রস্তুতি সহ নানা বিষয় বিবেচনা করে ফেডারেশন সাত দিন সময় দিয়েছে দুই ক্লাবকে।

হকি লিগে আলোচনায় থাকে আম্পায়ারিং। এবারের লিগের শুরু থেকে ছিল বিদেশি আম্পায়ার। একটি ম্যাচের জন্য বিদেশি আম্পায়ার আনা প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘মালয়েশিয়ায় আজলান শাহ হকি টুর্নামেন্ট চলছে। আরো অনেক জায়গায় আম্পায়াররা ব্যস্ত। তাছাড়া আমাদের সময়ও খুব স্বল্প। বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা পায় এমন দেশ থেকেই আম্পায়ার আনব।’

হকি লিগে প্লে অফের নজির নেই। দুই দল সমঝোতায় যুগ্ম শিরোপা ভাগাভাগি করে। এবার ঢাকা মোহামেডান যুগ্ম শিরোপা পদ্ধতি রুখতে কঠোর অবস্থানে অন্য দিকে ফেডারেশনও প্লে অফ আয়োজনে সচেষ্ট। দুই ক্লাবের মধ্যে কেউই যদি না খেলতে চায় অথবা এক ক্লাবের অস্বীকৃতি থাকলে কি হবে এমন প্রশ্নের উত্তরে সাধারণ সম্পাদক বলেন, ‘দুই ক্লাবের চিঠি পাওয়ার পরই আমরা বুঝতে পারব বিষয়টি। ফেডারেশনের গভর্নিং বডির সভা রয়েছে এই মাসের তৃতীয় সপ্তাহে। প্রয়োজনে বিষয়টি সেখানে উঠবে।’

আবাহনী ও মেরিনার্সের সমান ৩৭ পয়েন্ট। বাইলজ অনুযায়ী শীর্ষ পয়েন্টধারী দল দু’টি হলে শিরোপা নিষ্পত্তি হবে প্লে অফে। ১৯ এপ্রিল লিগের শেষ ম্যাচ হওয়ার পরই দুই দলের একাধিক খেলোয়াড় বিমানবাহিনীর হয়ে ভারতে খেলতে গিয়েছিল। তাই দুই দলই ২১ এপ্রিল প্লে অফ খেলতে অস্বীকৃতি জানিয়ে পরবর্তী সময়ে আয়োজনের কথা বলেছিল। বিমানবাহিনীর খেলোয়ড়রা ফিরলেও দুই দলের একজন করে খেলোয়াড় জার্মান লিগ খেলছে।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে অ-২১ এএইচএফ কাপ। এই টুর্নামেন্টের জন্য আজ বিকেলে জাতীয় অ-২১ দলের খেলোয়াড়রা রিপোর্ট করেছেন। আগামীকাল থেকে শুরু হবে অনুশীলন। দলটির কোচ আশিকুজ্জামান বলেন, ‘গত আসরে বাংলাদেশ এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও লক্ষ্য সেই রকমই।’

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

ভারতকে হারাতে মরিয়া জামাল

চ্যাম্পিয়ন্স ট্রফির আগ মুহূর্তে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড

নাম পরিবর্তন হয়েছে ১৫০টি স্টেডিয়ামের

রাজনীতি ও বিসিবি সভাপতিত্বে আসতে চায় তামিম?

রূপসা নদীতে নৌকা বাইচে প্রথম সুন্দরবন টাইগার্স

রংপুরকে বিদায় করে ফাইনালের পথে এক ধাপ এগোল খুলনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।