সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
ফ্রান্স-ইসরাইল ম্যাচ ঘিরে প্যারিসে নিরাপত্তা জোরদার | চ্যানেল খুলনা

ফ্রান্স-ইসরাইল ম্যাচ ঘিরে প্যারিসে নিরাপত্তা জোরদার

প্যারিসে অনুষ্ঠিতব্য ফ্রান্স বনাম ইসরাইলের ফুটবল ম্যাচের আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ফরাসি কর্তৃপক্ষ। সম্প্রতি ইউরোপজুড়ে ইসরাইল-বিরোধী আন্দোলন ক্রমশ বাড়ার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবারের (১৪ নভেম্বর) এই ম্যাচে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ উপস্থিত থাকবেন বলে ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ‘ভ্রাতৃত্ব ও সংহতির বার্তা’ দেওয়ার জন্য আমি সেখানে উপস্থিত থাকব।

গত বৃহস্পতিবার নেদারল্যান্ডসের আমস্টারডাম স্টেডিয়ামে আয়াক্স ও ইসরাইলের ম্যাকাবি তেলআবিবের মধ্যকার ম্যাচে ইসরাইলি সমর্থকদের মধ্যে অনাকাঙ্ক্ষিত সহিংসতার ঘটনা ঘটে।

ওই ঘটনার পর প্যারিসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাটা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন ফরাসি প্রেসিডেন্ট।

এ বিষয়ে প্যারিস অঞ্চলের পুলিশ প্রধান লরেন্ট নুনেজ বলেছেন, ‘অত্যন্ত শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা’ নেওয়া হয়েছে। যাতে শুধু স্টেডিয়ামেই নয়, শহরের বিভিন্ন অংশে এবং গণপরিবহনেও নিরাপত্তা নিশ্চিত করা যায়।

প্যারিসের উত্তর উপকণ্ঠে অবস্থিত স্টেড দে ফ্রান্স স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচের জন্য ২,৫০০ পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হবে। যা একটি উচ্চ পর্যায়ের ঝুঁকিপূর্ণ ম্যাচের জন্য দ্বিগুণ শক্তিশালী নিরাপত্তা বাহিনী। এছাড়াও ১,৬০০ জন বেসরকারি নিরাপত্তা রক্ষী স্টেডিয়ামে উপস্থিত থাকবে।

অন্যদিকে এ ম্যাচকে ঘিরে টিকিট বিক্রি কিছুটা মন্থর হয়েছে; প্রায় ৮০ হাজার আসনবিশিষ্ট স্টেড দে ফ্রান্স স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচের জন্য মাত্র ২০ হাজার টিকিট বিক্রি হয়েছে।

আমস্টারডামে সংঘর্ষ
গত সপ্তাহে আমস্টারডামে ইসরাইলি ফুটবল ক্লাব ম্যাকাবি তেলআবিবের সমর্থকরা শহরটিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করে। ওই সময় ইসরাইলি সমর্থকরা ফিলিস্তিনি পতাকা ছিঁড়ে ফেলে এবং উস্কানিমূলক স্লোগান দেওয়ার মতো ঘটনা ঘটায়।

এই ঘটনার পর ডাচ সরকার শহরটিতে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করেছে এবং কয়েকজন ফিলিস্তিনি সমর্থককে গ্রেফতার করেছে। সূত্র: আল-মায়াদিন

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

জিতে আনন্দে কেঁদে উঠেন বারেজ

খুলনাকে প্রথম হারের স্বাদ দিল রাজশাহী

সোহানের বিধ্বংসী ব্যাটিংয়ে তামিমের বরিশালকে হারাল রংপুর

২০২৪ সালের সেরা আর্জেন্টিনা

চার মাসে ম্যাজিকাল কিছু করা যাবে না: ফারুক

বিপিএলে ১ বলে ১৫ রানের নতুন রেকর্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।