চ্যানেল খুলনা ডেস্কঃ করোনাভাইরাসের মতো সংকটকালীন পরিস্থিতিতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের বকেয়া বেতনসহ বৈশাখী ভাতা এবং করোনার সংবাদ সংগ্রহের জন্য সকল সাংবাদিককে পিপিই ও স্যানিটাইজার সরবরাহের জন্য খুলনার সকল পত্রিকার মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারির এই ঝুঁকিপূর্ণ সময়ে সংবাদকর্মীরা নিরলসভাবে কাজ করে চলেছেন। মানুষ হিসেবে তাদের প্রত্যেকের সংসার ও পরিবার আছে। বর্তমানে বাজার নিয়ন্ত্রিত ও সংকুচিত। সবাইকে বাসায় থাকতে হচ্ছে। এ অবস্থায় জীবিকার প্রয়োজনে সংবাদকর্মীদের হাতে নগদ অর্থ থাকা খুবই জরুরি। তাই অনতিবিলম্বে সংবাদকর্মীদের বকেয়া বেতন, বৈশাখী ভাতা পরিশোধসহ নিরাপত্তার জন্য পিপিই ও স্যানিটাইজার সরবরাহ করতে খুলনার সকল পত্রিকার মালিকদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়।
বিবৃতিদাতারা হলেন কেইউজে’র সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর ও মহেন্দ্র নাথ সেন, সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র নির্বাহী সদস্য মো. সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজে’র নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা।-খবর বিজ্ঞপ্তি