চ্যানেল খুলনা ডেস্কঃবগুড়ায় ১৩ হাজার টাকা ঘুষ লেনদেনের সময় আব্দুল হান্নান নামে এক উপ-সহকারী ভূমি কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুদক।রোববার বিকেলে গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়ন ভূমি অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই অফিসে উপসহকারী ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত।
জানা গেছে, ভূমি কর্মকর্তা আব্দুল হান্নান নাড়ুয়ামালা গ্রামের মতিউর রহমান মানিক নামে এক ব্যক্তির কাছে জমির খাজনা খারিজ বাবদ ১৩ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে এ বিষয়ে দুদকে অভিযোগ করেন মতিউর রহমান মানিক। অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক বগুড়া জেলা সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম রোববার বিকেলে নাড়ুয়ামালা ইউনিয়ন ভূমি অফিসের আশপাশে অবস্থান নেন। একপর্যায়ে মতিউর রহমান মানিকের কাছে ঘুষ লেনদেনের সময় হাতেনাতে আব্দুল হান্নানকে গ্রেফতার করে দুদক। পরে তার কাছ থেকে ঘুষের ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
দুদক বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহেদ মঞ্জুর জানান, জমির খাজনা খারিজের জন্য সরকার নির্ধারিত ফি হচ্ছে ১৪৩ টাকা। সেখানে গ্রেফতারকৃত আব্দুল হান্নান অভিযোগকারীর সঙ্গে ১৩ হাজার টাকা ঘুষ লেনদেনের চুক্তি করেন। গ্রেফতারের পর দুদক হেফাজতে রয়েছেন আব্দুল হান্নান। এ ঘটনায় মামলা হয়েছে।