চ্যানেল খুলনা ডেস্কঃজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্মরণ রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রতিটি হল ও কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ওপর লিখিত বইসমূহ স্থান পাবে বলে জানিয়েছেন ডাকসুর মুক্তিযুদ্ধ সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী।
তিনি জানান, বঙ্গবন্ধু কর্নারে কেবল বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ওপর লিখিত বইসমূহ স্থান পাবে। এর জন্য প্রয়োজনীয় বই ও শেলফ ডাকসু সরবরাহ করবে। ১৮টি হল ও কেন্দ্রীয় গ্রন্থাগারে একযোগে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করা হবে আগামী বিজয় দিবসে। যেসব হলে গ্রন্থাগার নেই সেসব হলে আমরা বিকল্প চিন্তা করব।
এ বিষয়ে আগামী রবিবার প্রতিটি হল সংসদের ভিপি, জিএস, এজিএস ও পাঠকক্ষ সম্পাদকের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করা হবে বলেও জানান সাদ বিন কাদের চৌধুরী।