চ্যানেল খুলনা ডেস্কঃ মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় মুজিবজন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে খুলনা প্রেসক্লাব চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ খুলনা জেলা শাখার উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ নেত্রী লাকী খান, ছাত্র ঐক্য পরিষদ খুলনা জেলা শাখার আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কানাই ম-ল, সদস্য সচিব অভিজিৎ সরকার রাহুল, যুগ্ম-আহবায়ক রাজীব সরকার, অরিন্দম চক্রবর্তী, ভাস্কর বিশ্বাস, সৌরভ মন্ডল, ইতি প্রকাশ মন্ডল, সুজন মন্ডল, উজ্জ্বল মন্ডল, নয়ন ভাই, চিরঞ্জিৎ সরদার, রাকেশ মন্ডল, পবিত্র মন্ডল, তানভীর প্রমূখ ।