চ্যানেল খুলনা ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবে অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি এইচএম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, কেইউজে’র সাবেক সভাপতি এসএম জাহিদ হোসেন, কেইউজে’র সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, বিএফইউজে’র সাবেক যুগ্ম মহাসচিব মোজাম্মেল হক হাওলাদার, কেসিআরএ’র যুগ্ম-সম্পাদক বিমল সাহা, সহ-সাধারণ সম্পাদক নূর হাসান জনি, প্রচার সম্পাদক জয়নাল ফরাজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল মাহমুদ প্রিন্স, কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান রিয়াজ, হুমায়ুন কবীর।-খবর বিজ্ঞপ্তি