চ্যানেল খুলনা ডেস্কঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা তার জীবনে দীর্ঘ ২৪ বছরের সংগ্রামের মাধ্যমে দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, আমরা কোনো দিনই স্বাধীনতা পেতাম না। শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, ‘একাত্তরের ১৬ ডিসেম্বর যখন পাক হানাদার বাহিনী মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল, তখন স্বাধীনতার সূচনা হয়। কিন্তু প্রকৃত স্বাধীনতা এসেছে পরে। তিনি বলেন, ‘জাতির পিতার ফাঁসির রায়ও দিয়েছিল পাকিস্তান সরকার। কিন্তু আন্তর্জাতিক চাপে তারা সেটি কার্যকর করতে পারেনি। জনগণ আমাদের পক্ষে ছিল। ৮ জানুয়ারি পাকিস্তান থেকে জাতির পিতা মুক্তি পান এবং ১০ জানুয়ারি দেশে ফেরেন। এ অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা ঘোষণা করবেন। পাশাপাশি মুজিব বর্ষের লোগো উন্মোচন করবেন। প্রধানমন্ত্রী মুজিববর্ষের ক্ষণগণনা ঘোষণা করার পর দেশের বিভিন্ন জায়গায় স্থাপিত ক্ষণগণনার ৮৩টি ঘড়ি চালু হবে। মুজিব জন্মশতবর্ষের বছরব্যাপী কার্যক্রম আগামী ১৭ মার্চ থেকে শুরু হবে।