কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকাল ১০টায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, দেবহাটা সহকারী কমিশনার(ভুমি)এস.এম তারেক সুলতান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার ডাঃ আব্দুল লতিফ, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, হিসাবরক্ষণ অফিসার তুহিন আক্তার, সহকারী শিক্ষা অফিসার মুনির আহমেদ, কুলিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা শেখ মোকারম হোসেন, নওয়াপাড় ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল আমিন খান চৌধুরী, দেবহাটা ও সখিপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা নাজমুল হাসান খান চৌধুরী, উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার শাহিনুর ইসলাম, সার্ভেয়ার সাইদুর রহমান, অফিস সহকারী সরোয়ার হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশ গ্রহন করেন মানববন্ধনে।
এসময় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের শাস্তির দাবি জানান কর্মকর্তারা।