সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার ড্রাফটে যত বিদেশি | চ্যানেল খুলনা

বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার ড্রাফটে যত বিদেশি

ক্রীড়া ডেস্কঃবেজে উঠেছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দামামা। শনিবার (১৬ নভেম্বর) টুর্নামেন্টের লোগো উম্মোচনের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের আসরের কার্যক্রম। আজ (১৭ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার ড্রাফট। প্লেয়ার ড্রাফটে নাম উঠবে মোট ৪৩৯ জন বিদেশি ও ১৮১ জন দেশি ক্রিকেটারের।

বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ৯৫ জন ক্রিকেটার আছেন ইংল্যান্ডের। বাদ যায়নি কানাডা, জার্মানি, হল্যান্ড, হংকং, নামিবিয়া, ওমান, যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররাও।

প্লেয়ার ড্রাফটের বিদেশি ক্রিকেটারের পূর্ণাঙ্গ তালিকা :

ইমরান কাইউম (ইংল্যান্ড), নিরোশান ডিকওয়েলা (শ্রীলঙ্কা), সুরাঙ্গা লাকমাল (শ্রীলঙ্কা), ইসুরু উদানা (শ্রীলঙ্কা), নুয়ান প্রদীপ (শ্রীলঙ্কা), শিহান জয়সুরিয়া (শ্রীলঙ্কা), মিলিন্দা সিরিবর্ধেনে (শ্রীলঙ্কা), ওশাদা ফার্নান্দো (শ্রীলঙ্কা), সাদিরা সামারাবিক্রমা (শ্রীলঙ্কা), দীনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা), বিশ্ব ফার্নান্দো (শ্রীলঙ্কা), লাহিরু মাদুশাঙ্কা (শ্রীলঙ্কা), ঠিকশিলা ডি সিলভা (শ্রীলঙ্কা), কেভিন কোট্টিগোডা (শ্রীলঙ্কা), নিমান্দা মাদুশাঙ্কা (শ্রীলঙ্কা), কাইল অ্যাবোট (দক্ষিণ আফ্রিকা), হারদুস ভিলজিওন (দক্ষিণ আফ্রিকা), ডেভিড ভিসা (দক্ষিণ আফ্রিকা), আহমেদ শেহজাদ (পাকিস্তান), আনোয়ার আলি (পাকিস্তান), চিরাগ সুরি (সংযুক্ত আরব আমিরাত), ড্যান লরেন্স (ইংল্যান্ড), জুনায়েদ খান (পাকিস্তান), মোহাম্মদ নেওয়াজ (পাকিস্তান), রবি বোপারা (ইংল্যান্ড), সামিত প্যাটেল (ইংল্যান্ড), মোহাম্মদ আমির (পাকিস্তান), হেইনু কুন (দক্ষিণ আফ্রিকা), ড্যান ভিলাস (দক্ষিণ আফ্রিকা), জ্যাক বল (ইংল্যান্ড), রিস টপলে (ইংল্যান্ড), মিগুয়েল কামিন্স (ওয়েস্ট ইন্ডিজ), শন উইলিয়ামস (জিম্বাবুয়ে), বয়েড র‍্যাঙ্কিন (আয়ারল্যান্ড), কেভিন ও’ব্রায়েন (আয়ারল্যান্ড), পল স্টারলিং (আয়ারল্যান্ড), ম্যাটি পটস (ইংল্যান্ড), ম্যাথু পিলান্স (দক্ষিণ আফ্রিকা), অ্যাডাম রসিংটন (ইংল্যান্ড), কিটন জেনিংস (ইংল্যান্ড), স্টিভেন ফিন (ইংল্যান্ড), ব্যারি জন ম্যাককার্থি (আয়ারল্যান্ড), মার্ক অ্যাডায়ার (আয়ারল্যান্ড), অ্যান্ড্রু বালবার্নি (আয়ারল্যান্ড), কেমার রোচ (ওয়েস্ট ইন্ডিজ), শেলডন কটরেল (ওয়েস্ট ইন্ডিজ), পিটার সিলার (হল্যান্ড), নিতিশ কুমার (কানাডা), ম্যাথু হেনরি ক্রস (স্কটল্যান্ড), স্কট ম্যাকলিয়ড (স্কটল্যান্ড)।

সেকুজ্ঞে প্রসন্ন (শ্রীলঙ্কা), লাক্সান সান্দাকান (শ্রীলঙ্কা), ক্রেইগ আরভিন (জিম্বাবুয়ে), বেন রেইন (ইংল্যান্ড), হ্যারি ব্রুক (ইংল্যান্ড), ব্রাইডন অ্যালেক্সান্ডার চার্স (দক্ষিণ আফ্রিকা), স্টেভি এসিনাজি (দক্ষিণ আফ্রিকা), জর্জ গার্টন (ইংল্যান্ড), রায়ান হিগিন্স (ইংল্যান্ড), ইয়ান হল্যান্ড (অস্ট্রেলিয়া), অ্যালেক্স হিউজেস (ইংল্যান্ড), টম কোহলার ক্যাডমোর (ইংল্যান্ড), জ্যাক লিনিং (ইংল্যান্ড), অ্যারন লিলি (ইংল্যান্ড), কলাম পার্কিনসন (ইংল্যান্ড), ডেভিড পেইন (ইংল্যান্ড), লুইস রিস (ইংল্যান্ড), নাথান সোওটার (অস্ট্রেলিয়া), জ্যাক টেইলর (ইংল্যান্ড), ম্যাথু টেইলর (ইংল্যান্ড), রস হুইটলি (ইংল্যান্ড), কলিন অ্যাকারম্যান (দক্ষিণ আফ্রিকা), অ্যালেক্স লিস (ইংল্যান্ড), বেনি হাওয়েল (ইংল্যান্ড), হ্যারি সুইন্ডেলস (ইংল্যান্ড), অ্যালেক্স থম্পসন (ইংল্যান্ড), ম্যাথু ওয়েট (ইংল্যান্ড), ডেভিড মালান (ইংল্যান্ড), জন সিম্পসন (ইংল্যান্ড), ম্যাক্স হোল্ডেন (ইংল্যান্ড), টম হেল্ম (ইংল্যান্ড), মোহাম্মদ ইমরান খান (পাকিস্তান), সামি আসলাম (পাকিস্তান), বিলওয়াল ভাটি (পাকিস্তান), রিফাতউল্লাহ মোহাম্মদ (পাকিস্তান), খালিদ উসমান (পাকিস্তান), আদিল আমিন (পাকিস্তান), হাসাম মুশতাক (পাকিস্তান), জোহাইব খান (পাকিস্তান), তাজ ওয়ালি (পাকিস্তান), আজিম রফিক (ইংল্যান্ড), আতিফ শেখ (ইংল্যান্ড), আব্দুল আমির আফ্রিদি (পাকিস্তান), আদিল মাসুদ আলি (ইংল্যান্ড), নিখিল দত্ত (কানাডা), মার্চেন্ট ডি লাঙ্গে (দক্ষিণ আফ্রিকা), ইমাদ ওয়াসিম (পাকিস্তান), শহীদ আফ্রিদি (পাকিস্তান), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), উমর আকমল (পাকিস্তান)।

ইব্রাহিম খলিল (যুক্তরাষ্ট্র), কালিম সানা (পাকিস্তান), ফাওয়াদ আকম (পাকিস্তান), মোহাম্মদ আসিফ (পাকিস্তান), মুখতার আহমেদ (পাকিস্তান), আওয়াইজ জিয়া (পাকিস্তান), আদিল মালিক (ইংল্যান্ড), শোয়েব মাকসুদ (পাকিস্তান), ইমরান নাজির (পাকিস্তান), সাতসিমরাঞ্জিত সিং ধিন্দসা (কানাডা), রিজওয়ান চিমা (কানাডা), রায়ান খান পাঠান (কানাডা), আরসালান খান (কানাডা), শাপুর জাদরান (আফগানিস্তান), সাইফ বদর (পাকিস্তান), ঘামাই জাদরান (আফগানিস্তান), উসামা মির (পাকিস্তান), অ্যান্ড্রু বির্চ (দক্ষিণ আফ্রিকা), লিউস ডু প্লয় (দক্ষিণ আফ্রিকা), তানবীর আফজাল (হংকং), সাফিয়ান শরীফ (স্কটল্যান্ড), জহুর খান (সংযুক্ত আরব আমিরাত), স্রিমান্তা বিজয়েরত্নে (কানাডা), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), আমির হামজা হোটাক (আফগানিস্তান), ড্যানি ব্রিগস (ইংল্যান্ড), অ্যাডাম হোস (ইংল্যান্ড), রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা), লরি ইভান্স (ইংল্যান্ড), জর্দান ক্লার্ক (ইংল্যান্ড), টম অ্যাবেল (ইংল্যান্ড), ম্যাথু পার্কিনসন (ইংল্যান্ড), অ্যালেক্স ডেভিস (ইংল্যান্ড), আভিষ্কা ফার্নান্দো (শ্রীলঙ্কা), ভানুকা রাজাপাকশে (শ্রীলঙ্কা), দাসুন শানাকা (শ্রীলঙ্কা), লাহিরু কুমারা (শ্রীলঙ্কা), কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা), ধানুশকা গুনাথিলাকা (শ্রীলঙ্কা), ডুয়াইন অলিভিয়ার (দক্ষিণ আফ্রিকা), সাইমন হার্মার (দক্ষিণ আফ্রিকা), এড পোলক (ইংল্যান্ড), ম্যাট ক্রিচলি (ইংল্যান্ড), জো ক্লার্ক (ইংল্যান্ড), ক্যামেরুন দেলপোর্ত (দক্ষিণ আফ্রিকা), মোহাম্মদ নবী (আফগানিস্তান), শোয়েব মালিক (পাকিস্তান), হাসান আলি (পাকিস্তান), ইমরান খান জুনিয়র (পাকিস্তান), আফতাব আলম (আফগানিস্তান)।

শফিকউল্লাহ শাফাক (আফগানিস্তান), দরউইশ রাসুলি (আফগানিস্তান), শহিদউল্লাহ কামাল (আফগানিস্তান), আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), হাশমতউল্লাহ শহীদী (আফগানিস্তান), সামিউল্লাহ শিনওয়ারি (আফগানিস্তান), কামরান আকমল (পাকিস্তান), জহির খান (আফগানিস্তান), ফিদেল অ্যাডওয়ার্ডস (ওয়েস্ট ইন্ডিজ), বিলাল আসিফ (পাকিস্তান), মোহাম্মদ শেহজাদ (আফগানিস্তান), মারলন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), সৈয়দ শিরজাদ (আফগানিস্তান), জিয়া উর রহমান (আফগানিস্তান), মুজিব উর রহমান (আফগানিস্তান), মনবিন্দর বিসলা (ভারত), নভনীত ধালিওয়াল (কানাডা), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), জুনায়েদ সিদ্দিকী (কানাডা), ক্রেইগ ওভারটন (ইংল্যান্ড), ক্রিস্টিয়ান জোনকার (দক্ষিণ আফ্রিকা), জর্দন কক্স (ইংল্যান্ড), কার্ল জুনিয়র ডালা (দক্ষিণ আফ্রিকা), আসগর আফগান (আফগানিস্তান), আমাদ বাট (পাকিস্তান), সুফিয়ান মেহমুদ (ওমান), সাহিবজাদা ফারহান (পাকিস্তান), রিজওয়ান হুসাইন (পাকিস্তান), আন্দ্রে ম্যাককার্থি (ওয়েস্ট ইন্ডিজ), বাবর হায়াত (হংকং), নিজাকাত খান (হংকং), ট্রেভন গ্রিফিত (ওয়েস্ট ইন্ডিজ), মেলিয়াস কিমানি (ওয়েস্ট ইন্ডিজ), হেমরাজ চন্দরপল (ওয়েস্ট ইন্ডিজ), আবিদ আলি (পাকিস্তান), বাহির শাহ (আফগানিস্তান), আসিফ আলি (পাকিস্তান), রোলান্ড কাতো (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ হাফিজ (পাকিস্তান), ইফতিখার আহমেদ (পাকিস্তান), হুসাইন তালাত (পাকিস্তান) আশরাফ সারাফউদ্দিন (আফগানিস্তান), করিম জানাত (আফগানিস্তান), ক্রিস্টোফার বার্নওয়েল (ওয়েস্ট ইন্ডিজ), রিকি ক্লার্ক (ইংল্যান্ড), জাফর গোহর (পাকিস্তান), রুম্মন রাইস খান (পাকিস্তান), উমর গুল (পাকিস্তান)।

মোহাম্মদ সামি (পাকিস্তান), ওয়াকাস মাকসুদ (পাকিস্তান), সালমান ইরশাদ (পাকিস্তান), জেড ডার্নব্যাচ (ইংল্যান্ড), মোহাম্মদ নাভিদ (সংযুক্ত আরব আমিরাত), উমাইদ আসিফ (পাকিস্তান), জেভন সিলারস (ওয়েস্ট ইন্ডিজ), আকিম জর্দান (ওয়েস্ট ইন্ডিজ), হাফিজ উসমান কাদির (পাকিস্তান), ওয়াকার সালমাখিল (আফগানিস্তান), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান), হামিদউল্লাহ কাদরি (ইংল্যান্ড), অ্যাঞ্জেলো পেরেরা (শ্রীলঙ্কা), কিরন জুলিয়াস কটয় (ওয়েস্ট ইন্ডিজ), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), শাইমান আনোয়ার বাট ( সংযুক্ত আরব আমিরাত), হেইডেন ওয়ালশ (যুক্তরাষ্ট্র), জেমস ফুলার (নিউজিল্যান্ড), আব্রাশ খান (কানাডা), ক্রিস্টোফার এমপোফু (জিম্বাবুয়ে), আঘা সালমান (পাকিস্তান), ডেভন থমাস (ওয়েস্ট ইন্ডিজ), দিলশান মুনাবীরা (শ্রীলঙ্কা), গুলাম মুদাসসির খান (পাকিস্তান), জিহান লাভ কোয়েট (দক্ষিণ আফ্রিকা), হার্শ থাকার (কানাডা), হাসান খান (পাকিস্তান), হেনরি ডেভিডস (দক্ষিণ আফ্রিকা), হাসান মোহসিন (পাকিস্তান), জাসদ্বীপ সিং (যুক্তরাষ্ট্র), জেসন মোহাম্মদ (ওয়েস্ট ইন্ডিজ), খুররাম মঞ্জুর (পাকিস্তান), মার্ক ওয়াট (স্কটল্যান্ড), মির হামজা (পাকিস্তান), রিচার্ড লেভি (দক্ষিণ আফ্রিকা), রাজা আলি দার (পাকিস্তান), রোহান মুস্তাফা (সংযুক্ত আরব আমিরাত), সাদ নাসিম (পাকিস্তান), সাদ আলি (পাকিস্তান), সাদ আলি (পাকিস্তান), ভ্যান জিল (দক্ষিণ আফ্রিকা), সদ শাকিল (পাকিস্তান), উমর খান মোহাম্মদ (পাকিস্তান), মোহাম্মদ ইলিয়াস (পাকিস্তান), আলি শফিক (পাকিস্তান), উমর সিদ্দিক খান (পাকিস্তান), আমিলা আপোন্সো (শ্রীলঙ্কা), আসিলা সাম্পাথ গুনারাত্নে (শ্রীলঙ্কা), বিনুরা ফার্নান্দো (শ্রীলঙ্কা), দিলরুয়ান পেরেরা (শ্রীলঙ্কা)।

জীবন মেন্ডিস (শ্রীলঙ্কা), কাসুন রাজিথা (শ্রীলঙ্কা), মালিন্দা পুষ্পকুমারা (শ্রীলঙ্কা), মিন্দো ভানুকা রনসিংহে (শ্রীলঙ্কা), নিশান পেইরিস (শ্রীলঙ্কা), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), উপুল থারাঙ্গা (শ্রীলঙ্কা), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), দিমুথ করুনারত্নে (শ্রীলঙ্কা), কুশল জেনিত পেরেরা (শ্রীলঙ্কা), ধনঞ্জয়া সিলভা (শ্রীলঙ্কা), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা), জেরেমিয়া লুইস (ওয়েস্ট ইন্ডিজ), খুশদীল শাহ (পাকিস্তান), মির্জা আহসান জামিল (পাকিস্তান), ফিতরতউল্লাহ খাওয়ারি (আফগানিস্তান), মোহাম্মদ আরিফ (পাকিস্তান), মোহাম্মদ বিলাল (পাকিস্তান), নোমান আনোয়ার (পাকিস্তান), ওসামা রাজ্জাক (পাকিস্তান), উসমান গনি (আফগানিস্তান), ইউনুস আহমেদজাই (আফগানিস্তান), জিশান মালিক (পাকিস্তান), জহির শেহজাদ (আফগানিস্তান), ব্লেসিং মুজারাবানি (জিম্বাবুয়ে), ক্রিস্টোফেল ভিলজোয়েন (নামিবিয়া), আহসান আলি (পাকিস্তান), আমির ইয়ামিন (পাকিস্তান), কার্ল ফর্টুইন (দক্ষিণ আফ্রিকা), কার্মি লি রক্স (দক্ষিণ আফ্রিকা), দিপেন্দ্র সিং আইরি (নেপাল), হাম্মাদ আজম (পাকিস্তান), ইবতিশাম শেখ (পাকিস্তান), জেমস রবার্ট ব্রেসি (ইংল্যান্ড), লুইস ডেভিড ম্যাকম্যানাস (ইংল্যান্ড), লিয়াম ট্রেভাস্কিস (ইংল্যান্ড), মোহাম্মদ আজগর (পাকিস্তান), ম্যাক্সওয়েল প্যাট্রিক (নেদারল্যান্ডস), মোহাম্মদ হাসনাইন (পাকিস্তান), মিগায়েল প্রিটোরিয়াস (দক্ষিণ আফ্রিকা), মাইলস হ্যামন্ড (ইংল্যান্ড), মোহাম্মদ ইরফান (পাকিস্তান), মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), মোহাম্মদ মুসা খান (পাকিস্তান), নাসিম শাহ (পাকিস্তান), নিকি ভ্যান ডেন বার্গ (দক্ষিণ আফ্রিকা), প্যাট ব্রাউন (ইংল্যান্ড), ভ্যান বিলজন (দক্ষিণ আফ্রিকা), র‍্যাসি ভ্যান ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা), সামিন গুল (পাকিস্তান)।

সোহেল আকতার (পাকিস্তান), সোমপাল কামি (নেপাল), সানি সোহেল (যুক্তরাষ্ট্র), থমাস ফিলিপ কাবের (দক্ষিণ আফ্রিকা), টম বেইলি (ইংল্যান্ড), বেন কক্স (ইংল্যান্ড), ওয়েন ম্যাডসেন (ইংল্যান্ড), লুক উড (ইংল্যান্ড), রিচার্ড গ্লেসন (ইংল্যান্ড), লুক ফ্লেচার (ইংল্যান্ড), ম্যাথু কার্টার (ইংল্যান্ড), সোহেল খান (পাকিস্তান), রাহাত আলি (পাকিস্তান), অলিভিয়ার হ্যারিস (স্কটল্যান্ড), জেমি পোর্টার (ইংল্যান্ড), স্যাম কুক (ইংল্যান্ড), রব কিওগ (ইংল্যান্ড), অ্যারন নিজ্জার (ইংল্যান্ড), লুইস গ্রেগরি (ইংল্যান্ড), উইল জ্যাকস (ইংল্যান্ড), জর্ডান থম্পসন (ইংল্যান্ড), স্কট স্টিল (ইংল্যান্ড), রাখিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ), কিরন পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ), শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), কাইল হোপ (ওয়েস্ট ইন্ডিজ), কিয়ন হার্ডিং (ওয়েস্ট ইন্ডিজ), জাহমার হ্যামিল্টন (ওয়েস্ট ইন্ডিজ), ড্যানিয়েল ডচওয়েট (ইংল্যান্ড), ড্যারেন স্টিভেন্স (ইংল্যান্ড), জাভেদ আহমাদি (আফগানিস্তান), আলি খান (যুক্তরাষ্ট্র), ড্যারেন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), বরুন চোপড়া (ইংল্যান্ড), জশ কব (ইংল্যান্ড), ডোয়াইন স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ), মার্ক দেয়াল (ওয়েস্ট ইন্ডিজ), রায়াদ এমরিট (ওয়েস্ট ইন্ডিজ), শ্যানন গ্যাব্রিয়েল (ওয়েস্ট ইন্ডিজ), বিলি অ্যাশলে গোদলেম্যান (ইংল্যান্ড), ডিলন হেইলিগার (কানাডা), চিমার হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ), আকিল হোসেইন (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ ইরফান জুনিয়র (পাকিস্তান), কাইল জার্ভিস (জিম্বাবুয়ে), অ্যারন জোন্স (যুক্তরাষ্ট্র), ক্রিস লিডল (ইংল্যান্ড), জাসকারান মালহোত্রা (যুক্তরাষ্ট্র), তাইমাল মিলস (ইংল্যান্ড), গুলবেদিন নাইব (আফগানিস্তান)।

ওয়াইন পারনেল (দক্ষিণ আফ্রিকা), খ্যারি পিয়েরে (ওয়েস্ট ইন্ডিজ), রোশন প্রিমাস (ওয়েস্ট ইন্ডিজ), রড্রিগো থমাস (কানাডা), দীনেশ রামদিন (ওয়েস্ট ইন্ডিজ), রবি রামপাল (ওয়েস্ট ইন্ডিজ), নাথান রিমিংটন (অস্ট্রেলিয়া), শেরফানে রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), ব্রেন্ডন টেইলর (জিম্বাবুয়ে), রায়ান টেন ডোশাটে (নেদারল্যান্ডস), ম্যাক্স ওয়ালার (ইংল্যান্ড), রিকি ওয়েসেলস (ইংল্যান্ড), ক্রিস উড (ইংল্যান্ড), দাওলাত জাদরান (আফগানিস্তান), আশার জাইদি (ইংল্যান্ড), ফখর জামান (পাকিস্তান), হযরতউল্লাহ জাজাই (আফগানিস্তান), আবিদিন সাকান্ডে (ইংল্যান্ড), নাভিন উল হক (আফগানিস্তান), নাজিবউল্লাহ জাদরান (আফগানিস্তান), রবি ফ্রাইলিঙ্ক (দক্ষিণ আফ্রিকা), দুশমান্তা চামিরা (শ্রীলঙ্কা), ইকরাম আলি খিল (আফগানিস্তান), পল ভ্যান মেকেরেন (নেদারল্যান্ডস), স্টিভেন জন মুলানি (ইংল্যান্ড), অ্যান্ডারসন ফিলিপ (ওয়েস্ট ইন্ডিজ), শফিকউল্লাহ গফরি (আফগানিস্তান), পিন্নাদুয়াগে ডি সিলভা (শ্রীলঙ্কা), রোমারিও শেফার্ড (ওয়েস্ট ইন্ডিজ), ড্যারিন দুপাভিলিয়ন (দক্ষিণ আফ্রিকা), শন জ্যামিসন (দক্ষিণ আফ্রিকা), পল কফলিন (ইংল্যান্ড), হামিদ হাসান (আফগানিস্তান), কুমার বোরেসা (ভারত), নুর আহমেদ (আফগানিস্তান), হ্যামিল্টন মাসাকাদজা (জিম্বাবুয়ে), জাহিদ মাহমুদ (পাকিস্তান), সোহেল তানভির (পাকিস্তান), থারিন্দু কৌশল (শ্রীলঙ্কা), আশান পুলিঙ্গা থারাঙ্গা (শ্রীলঙ্কা), ফাজেল রেহমান জাজাই (আফগানিস্তান), নিখিল দত্ত (কানাডা), অ্যাডাম লিথ (ইংল্যান্ড), আন্দ্রে ফ্লেচার (ওয়েস্ট ইন্ডিজ), অ্যাশলে নার্স (ওয়েস্ট ইন্ডিজ), আজিম রফিক (ইংল্যান্ড), চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ), ক্রিস্টোফার ল্যামন্ট (ওয়েস্ট ইন্ডিজ), ক্রেইগ মেশেডে (জার্মানি), দেবেন্দ্র বিশু (ওয়েস্ট ইন্ডিজ)।

ড্যানিয়েল বেল-ডুরমন্ড (ইংল্যান্ড), ডাঞ্জা হায়াত (ওয়েস্ট ইন্ডিজ), ডমিনিক ড্রেকস (ওয়েস্ট ইন্ডিজ), জর্জ ডকরেল (আয়ারল্যান্ড), জর্জ হ্যানকিন্স (ইংল্যান্ড), জর্জ মানসি (স্কটল্যান্ড), জ্যাভেল গ্লেন (ওয়েস্ট ইন্ডিজ), জেরোমি টেইলর (ওয়েস্ট ইন্ডিজ), জন ক্যাম্পবেল (ওয়েস্ট ইন্ডিজ), জোনাথন কার্টার (ওয়েস্ট ইন্ডিজ), কেনার লুইস (ওয়েস্ট ইন্ডিজ), ক্রিশমার স্যন্তোকি (ওয়েস্ট ইন্ডিজ), কাইল মায়েরস (ওয়েস্ট ইন্ডিজ), ওবেদ ম্যাকয় (ওয়েস্ট ইন্ডিজ), ওশাদে থমাস (ওয়েস্ট ইন্ডিজ), রন্সফোর্ড বিটন (ওয়েস্ট ইন্ডিজ), রভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ), স্যাম বিলিংস (ইংল্যান্ড), শামার স্প্রিঙ্গার (ওয়েস্ট ইন্ডিজ), শেন ডরউইচ (ওয়েস্ট ইন্ডিজ), তবিয়াস ভিসা (নেদারল্যান্ডস), ভিরাসামি পেরমল (ওয়েস্ট ইন্ডিজ), ভাস্কর ইয়াদরাম (ওয়েস্ট ইন্ডিজ), ওলি রবিনসন (ইংল্যান্ড), স্যাম নর্থইস্ট (ইংল্যান্ড), রে রেইফার (ওয়েস্ট ইন্ডিজ), থমাস জেমস মুরস (ইংল্যান্ড), মোহাম্মদ মহসীন (পাকিস্তান), জন রুস জাজ্ঞেসার (ওয়েস্ট ইন্ডিজ), মনপ্রীত গনি (ভারত), ডোয়াইন প্রিটোরিয়াস (দক্ষিণ আফ্রিকা), তাব্রাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা), আকিব ইলিয়াস সুলেহরি (ওমান), আহমেদ ফাইয়াজ বাট (ওমান), খাওয়ার আলি (ওমান), টিয়ন ওয়েবস্টের (ওয়েস্ট ইন্ডিজ), স্যাম হেইন (ইংল্যান্ড), কিমানি মেলিয়াস (ওয়েস্ট ইন্ডিজ), নুর আলি জাদরান (আফগানিস্তান)।

গ্রেড ভিত্তিক ক্রিকেটার সংখ্যা ও তাদের ভিত্তিমূল্য:

এ (+)- ১১ : ১ লাখ ইউএস ডলার
এ- ১৫ : ৭০ হাজার ইউএস ডলার
বি- ৬৬ : ৫০ হাজার ইউএস ডলার
সি- ৭৫ : ৩০ হাজার ইউএস ডলার
ডি- ২৭২ : ২০ হাজার ইউএস ডলার

এ (+) ক্যাটাগরিতে আছেন যেসব বিদেশি :

ড্যান ভিলাস (দক্ষিণ আফ্রিকা), শহীদ আফ্রিদি (পাকিস্তান), রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা), মোহাম্মদ নবী (আফগানিস্তান), শোয়েব মালিক (পাকিস্তান), হাসান আলি (পাকিস্তান), মুজিব উর রহমান (আফগানিস্তান), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), ড্যারেন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), ডোয়েইন স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ)।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।