বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়নসহ ৮ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
বুধবার রাজধানীর শের-ই বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ৩২৪ কোটি ৩৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ১৪০ কোটি ৩৯ লাখ টাকা। বৈদেশিক ঋণ থেকে ৬ হাজার ১৬৫ কোটি ৮২ লাখ টাকা ও সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় ধরা হয়েছে ১৮ কোটি ১২ লাখ টাকা।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।