বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা,খুলনা মহানগর শাখার নির্দেশনায়, খালিশপুর থানা শাখার উদ্যোগে মেলার সাংগঠনিক সভা ও কর্মশালা শুক্রবার সকাল সাড়ে ৬টায় সরকারী হাজি মুহসিন কলেজে অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন খালিশপুর থানা শাখার সভাপতি মোঃ রাকিবুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি হাসান মোঃ হাফিজুর রহমান। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে ছিলেন মহানগর সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কবির আহমেদ,মহানগর সিনিয়র সহ সভাপতি হাসান ফেরদউস পিপলু,মহানগর সাধারণ সম্পাদক ডাঃ এস এম এ সায়েম মিয়া,মহানগর যুগ্ম সম্পাদক নূর হাসান জনি, মাধব কৃষ্ণ মন্ডল, প্রকৌশলী আল মামুন চৌধুরী, ওয়াসিম পারভেজ, শামসুন নাহার শিমুল।
খালিশপুর থানা শাখার সাধারণ সম্পাদক শেখ আশিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন দৌলতপুর থানার সহ সভাপতি অনুরুদ্ধ বৈরাগী,১০ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ মেহেদি হাসান সুমন প্রমুখ। সভায় সকল ওয়ার্ডের থেকে একশত সংগঠক কর্মশালা ও সাংগঠনিক সভায় যুক্ত হন।