১৭ মার্চ ২০২১ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে খুলনা মহানগর ছাত্রলীগ দিনব্যাপী কর্মসূচি গ্রহন করেছে। কর্মসুচীর মধ্যে সকাল ৭ টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, স্থান দলীয় কার্যালয়, খুলনা। সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, স্থানঃ বাংলাদেশ বেতার, খুলনা। বেলা ১১ টা থেকে ১.৩০ পর্যন্ত খুলনা সরকারী শিশু সদন এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কেককাটা, পুরস্কার বিতরণ ও শিশুদের মাঝে খাবার বিতরণ।
উপরোক্ত কর্মসুচীতে মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতাকর্মীদের উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।