সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতিতে চলাচল করছে যানবাহন।
আজ শুক্রবার (৮ এপ্রিল) সকালে মহাসড়কের নলকা থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত এ অচলাবস্থার সৃষ্টি হয়।
এর আগে বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত তীব্র যানজটে স্থবির ছিল এ রুটটি।
হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে নলকা সেতু এলাকায় সৃষ্ট খানাখন্দের কারণে পণ্যবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এতে যান চলাচল বিঘ্নিত হওয়ার ফলে যানজট সৃষ্টি হয়। মুহূর্তেই যানজট সারা মহাসড়কজুড়ে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ বিকল হওয়া ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়। কিন্তু অতিরিক্ত গাড়ির চাপে যানজট লেগেই থাকে। সারারাত হাইওয়ে পুলিশ কাজ করার পর শুক্রবার ভোর থেকে থেমে থেমে চলছে যানবাহন।
তিনি আরও বলেন, নলকা সেতুর পশ্চিমে বেশ কয়েকটি বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। শুক্রবারই এই খানাখন্দগুলো সংস্কার করা হবে।