সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বটিয়াঘাটায় লোকজ’র কৃষক মাঠ দিবস পালন | চ্যানেল খুলনা

বটিয়াঘাটায় লোকজ’র কৃষক মাঠ দিবস পালন

oppo_0

এলাকা উপযোগী আমন ধানের জাত নির্বাচনের লক্ষ্যে বটিয়াঘাটায় অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী এক কৃষক মাঠ দিবস। মিজরিও-জার্মানীর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা লোকজ এবং গঙ্গারামপুর কৃষক সংগঠনের আয়োজনে আজ ০৪ ডিসেম্বর ২০২৪, ১১৪ জাতের ধান গবেষণা প্লটে ধানের র‌্যাংকিং শেষে গঙ্গারামপুর দূর্গা মন্দির প্রাঙ্গণ মাঠে কৃষক মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার জনাব হোসনে আরা তান্নী’র সভাপতিত্বে এবং লোকজ-এর নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সাতক্ষীরার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ সাজ্জাদুর রহমান এবং বিশেষ অতিথি হিসাবে খুলনা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যক্ষ কৃষিবিদ ড. এস এম ফেরদৌস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার সাবেক উপপরিচালক কৃষিবিদ পঙ্কজ কান্তি মজুমদার, এলজিইডি কন্সালট্যান্ট প্রকৌশলী পংকজ কুমার বিশ্বাস,  বটিয়াঘাটা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুবকর সিদ্দিক, দৈনিক ডেইলী স্টার খুলনা প্রতিনিধি দীপংকর রায়, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নবনীতা দত্ত, কৃষক ফেডারেশনের সভাপতি রবীন্দ্র নাথ মণ্ডল এবং উপসহকারী কৃষি কর্মকর্তা রাজীব বিশ্বাস।

মাঠ দিবসের আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন লোকজ মৈত্রী কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক বিভাষ মণ্ডল, কৃষক প্রতিনিধি নিকুঞ্জ বিহারী সরকার, মো: ফজলুর রহমান লাভলু, আরুণি সরকার, প্রনব গোলদার, মো: মাসুদ বিশ্বাস, আশীষ মণ্ডল, শেখ খোসরুল আলম, শ্যামল সরকার, মো: শুকুর খন্দকার প্রমুখঃ। মাঠ দিবসের কর্মসূচিতে বটিয়াঘাটা সদর, গঙ্গারামপুর, সুরখালী ও ভান্ডারকোট ইউনিয়নের ৩০টি কৃষক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা আমন ধানের জাত নির্বাচন, সংরক্ষণ ও সম্প্রসারণে ১১৪ প্রজাতির স্থানীয় প্রজাতির ধানের পিভিএস প্লট পরিদর্শন করে র‌্যাংকিং এর মাধ্যমে বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন এলাকা উপযোগী ২১টি ধানের জাত নির্বাচন করেন। প্লটের ১১৪ জাতের আমন ধানের মধ্যে নির্বাচিত জাতগুলোর হলো: মন্তেশ্বর, বেনাঢোল, বাঁশফুল বালাম, কিরণশাইল, মরিচশাইল, মঘাইবালাম, রুপেশ্বর, জটাইবালাম, রানী স্যালোট, বেনাপোল, কলমীলতা, স্বর্ণা, কুমড়াগোড়, যাজিনী মোটা, কইজুড়ি, গোপালভোগ, কাঁচড়া, হাতিবজড়। এছাড়া নতুন উদ্ভাবিত জাতগুলোর মধ্যে লোকজ ধান, আলোধান, আরুণি ধান কৃষকরা বেশি পচ্ছন্দ করেছেন।
স্থানীয় ধানগুলোকে আমাদের বীজ নিরাপত্তার জন্য রাখতে হবে। স্থানীয় ধানবীজ বিতরণের মাধ্যমে সংরক্ষিত ১১৪ প্রজাতির ধান সম্প্রসারণে ভূমিকা রাখায় স্থানীয় কৃষক ও অতিথিরা লোকজ’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

ভারতের শাসকগোষ্ঠী বিভেদের রাজনীতি ও বাংলাদেশ বিরোধী মিথ্যাচারে লিপ্ত রয়েছে : হেলাল

কুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. শেখ শরীফুল আলম এর দায়িত্ব গ্রহণ

বটিয়াঘাটায় লোকজ’র কৃষক মাঠ দিবস পালন

খুবির ৪র্থ একাডেমিক ভবনের স্পেস ডিস্ট্রিবিউশন কমিটির ১ম সভা অনুষ্ঠিত

খুবি কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় জামিন পেলেন কারাবন্দী দুই শিক্ষার্থী

গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার তাগিদ উপাচার্যের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।