সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বটিয়াঘাটায় পুতুল হত্যায় আটক ৬ | চ্যানেল খুলনা

বটিয়াঘাটায় পুতুল হত্যায় আটক ৬

বটিয়াঘাটা থানা পুলিশ বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে পুতুল হত্যার মামলার সাথে জড়িত ৬ জনকে আটক করেছে।
গতকাল সোমবার রাতে তাদেরকে আটক করা হয়েছে বলে দাবি করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

এস আই প্রভাষ কুমার সাহা বলেন, ছয়জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। তদন্ত চলছে হত্যার উদঘাটনের। এই হত্যা সাথে আর কেউ জড়িত আছে কিনা। আজ তাদের আদালতে নেওয়া হচ্ছে। সেখানে তাদের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে। গ্রেফতারকৃত আসামীরা হলেন,উপজেলার হাটবাটি (খৈয়াতলা)এলাকার বিকাশ মিস্ত্রীর ছেলে বিপ্লব মিস্ত্রী(৩৪),কালিনাথ মিস্ত্রীর ছেলে বিকাশ মিস্ত্রী (৬৭) ও নারায়ন মিস্ত্রী (৭০),
দেবদাস মন্ডলের ছেলে দেবব্রত মন্ডল (৩৬),
শান্তিরাম মন্ডলের ছেলে দেবদাস মন্ডল (৬০),
চক্রাখালী এলাকার হরিপদর ছেলে সুভাষ চন্দ্র (৫২)। হত্যার সঠিক কারণ উদঘাটনের জন্য আসামিদের পুলিশ জিজ্ঞাসাবাদ করছেন।

গতকাল সোমবার সকালে বটিয়াঘাটা উপজেলার হাটবাটি (খৈয়াতলা) এলাকা থেকে পুতুল নামের চল্লিশ বছরের এক মহিলার লাশ উদ্ধার করে পুলিশ।

মামলার বিবারনে জানা যায়,প্রকাশ মিস্ত্রীর পারিবারিক সমস্যার কারণে খুন হতে হয় পুতুলকে। নিহত পুতুলের ভাই রাজেন্দ্রনাথ মন্ডল বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় মামলা করেন। মামলা নং-৩। তারিখ ১৩/১২/২১। পরে মামলার সূত্র ধরে থানা পুলিশ তাদেকে আটক করেন।

অন‍্যদিকে পুতুলকে হত্যা সময় বাধাদেয় প্রকাশ মিস্ত্রি ও তার স্ত্রী দিপীকা মিস্ত্রী।
হত্যাকারি দুর্বৃত্তরা এদেরকে অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

আহত প্রকাশ ও তার স্ত্রী বর্তমান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। একটি মহল বলছে,পুতুল হত্যার মূল রহস্য প্রকাশ ও তার স্ত্রী ভালোই বলতে পারবে। কারণ তারা ওই রাত্রে পুতুলকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার সময় প্রত্যক্ষদর্শী।

গতকাল শনিবার হাটবাটি গ্রামে প্রকাশ মিস্ত্রির বাড়িতে বেড়াতে যায় তিলোত্তমা মন্ডল পুতুল। নিহত পুতুলের বাড়ি উপজেলা গঙ্গারামপুর ইউনিয়নের বৃত্তিশলুয়া গ্রামে। মৃত মহেন্দ্রনাথ মন্ডলের কন্যা সে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

দাকোপে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

খুলনার শিববাড়ী মোড়ে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান

দাকোপে সরকারি জায়গায় পাকা স্থাপনা গড়ে উঠলেও প্রশাসন নীরব

দাকোপে সাংবাদিকদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতবিনিময়

ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

বর্ণিল আয়োজনে উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।