বটিয়াঘাটা প্রতিনিধি:: ক্ষমতাশীন দলের দাপট দেখিয়ে বটিয়াঘাটা উপজেলার শৈলমারী গ্রামে অবৈধ বালুর ব্যবসা চালিয়ে আসছেন এক নেতা। ট্রাকযোগে বালি পরিবহনের কারণে ভেঙ্গে যাচ্ছে গ্রামের রাস্তা। পথচারী এবং গ্রামের কয়েক হাজার নারী-পূরুষ ক্ষুব্দ হয়ে ওই নেতার বিরুদ্ধে বিভিন্ন কর্মকর্তার নিকট অভিযোগ করেও ফল পায়নি। বিষয়টি নিয়ে গতকাল সোমবার বেলা বারটায় ভুক্তভোগীরা বটিয়াঘাটা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আওয়ামীলীগ নেতা বাবুল মহালদার। বক্তব্য পাঠ কালে তিনি বলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অনুপ গোলদার দীর্ঘদিন ধরে আবাসিক এলাকার মধ্যে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা চালিয়ে আসছেন। তাকে বাধা দিলে মামলা হামলার শিকার হয় স্থানীয় মানুষ। বিষয়টি সম্পর্কে খুলনা জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসনকে অবগত করেও স্থায়ী কোন সমাধান মেলেনি।
শৈলমারী গ্রামের মাদক সম্্রাট বিকাশ কুমার দে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়। তার পর থেকে তার দোষর হিসেবে অনুপ গোলদার এলাকায় দায়ীত্ব পালন করে আসছেন। এলাকায় অবৈধ জমি দখল, মাদক ব্যবসাসহ সকল কর্মকার্ড তার মাধ্যমে চলে আসছে। বালু ব্যবসার নামে এলাকার পরিবেশ নষ্ট করায় খুলনা পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করা হয়। এলাকায় অবৈধ বালুর ব্যবসার অভিযোগ ঊঠায় বটিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুজ্জামান গত ১৮ আগষ্ট ইউএনও’র নিকট উপস্থিত হওয়ার নির্দেশ দেন। বালু ব্যবসার সাথে জড়িত অন্যান্যরা ব্যবসা বন্ধ করলেও অনুপ গোলদার একাই জোর পূর্বক ব্যবসা পরিচালনা করছেন। সম্মেলনের মাধ্যমে তারা উর্ধতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় উপস্থিত ছিলেন শোলমারী ওয়ার্ড আওয়ামীলীগের সম্পাদক মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা রুহুল আমীন আকন, হরিচাদ ঢাকইদর, নারায়ন মন্ডল রঞ্জন রায়সহ ভুক্তভোগী গ্রামবাসী।