এসএম ফরিদ রানাঃ খুলনার বটিয়াঘাটায় পুলিশের এএসআই এর শিশুপুত্র জশ মন্ডলকে(৫) শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে হত্যা নিয়ে রহস্যের জাল সৃষ্টি হয়েছে। হত্যাকারী তার কাকা না মা ?
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী জানা যায়, বটিয়াঘাটার ফুলতলা গ্রামের অমিত মন্ডল পুলিশ বাহিনীতে ঢাকার বাড্ডা থানায় এএসআই পদে চাকুরী করেন। সঙ্গে থাকেন স্ত্রী তনুশ্রী মন্ডল ও একমাত্র পুত্র সন্তান জশ(৫)। রবিবার রাত ৮টার দিকে তনুশ্রী ও তার শিশুপুত্র জশ ফুলতলা গ্রামে রাসপুজায় বেড়াতে আসে। সোমবার সকালে মেয়ের ফোনে এলোমেলো কথা শুনে জোনাকি মহলদার হালিয়া থেকে ছুটে আসেন সকাল ৯টার সময় মেয়ের বাড়ি ফুলতলায়। এসময় কন্যাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে আর তনুশ্রীর পুত্র জশকে মৃত্য অবস্থায় দেখতে পায়। এসময় জশ এর কাকা অনুপ মন্ডল পাশে বসে ছিলো। স্থানীয় ওয়ার্ড মেম্বর বিপুল ইজারাদার বলেন সকাল সাড়ে ১০টার দিকে অনুপ শিশুটিকে বটিয়াঘাটা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার বলেন আগেই তার মৃত্যু হয়েছে। তার গলায় রশ্মীর দাগ রয়েছে। তনুশ্রীর পিতা প্রদীপ মহলদার বলেন, অনুপ মন্ডলসহ তার পরিবারের সদস্যরা আমার নাতী জশকে হত্যা করেছে,তারা আমার কন্যাকেও হত্যা করতে চেয়েছিলো। ইতিপূর্বে অনুপ মন্ডল আমার কন্যাকে একাধিকবার কু-প্রস্তাব ও ঝাপটে ধরেছে,এমনকি হত্যার চেষ্টাও করেছে।
বটিয়াঘাটা থানার ডিউটি অফিসার এসআই তাওহিদ বলেন, নিহত শিশুটির কাকা অনুপ মন্ডল ও তার মাতা তনুশ্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।থানার ওসি রবিউল কবির জানান, শিশুর মৃত্যুদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুমেক মর্গে প্রেরন করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটন করার চেষ্টা চলছে। অন্যদিকে অনুপের পরিবারের অভিযোগ তনুশ্রীর পরকীয়ার বলি শিশু জশ।