খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে ২৫ ডিসেম্বর বড়দিন বিশ্বের সব খ্রিস্ট ধর্মাবলম্বীর কাছে অত্যন্ত পবিত্র একটি দিন। বিশ্বজুড়ে বড়দিন উদযাপিত হয় অত্যন্ত পবিত্র ও আনন্দঘন পরিবেশে।
বাংলাদেশেও দিনটি সমমর্যাদায় প্রতিবছর উদযাপিত হয়। যুগে যুগে ধর্ম প্রচারকরা মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখিয়েছেন। স্রষ্টার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে ইহলৌকিক শান্তি ও পারলৌকিক মুক্তির জন্য সত্য ও ন্যায়ের পথে পরিচালিত হতে সবাইকে প্রেরণা যুগিয়েছেন। মহান যিশুখ্রিস্টও একইভাবে তার অনুসারীদের অসত্য ও অন্যায়ের পথ পরিহার করে পরিশুদ্ধ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে উপদেশ দিয়েছেন।
শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বড়দিন উপলক্ষ্যে বিভিন্ন গির্জায় খ্রিস্ট ধর্মাবলম্বীদের সাথে কেক ও ফুলদিয়ে শুভেচ্ছা বিনিময়কালে তারা আরো বলেন, স্বাধীনতার দীর্ঘ ৫১বছর পরে দেশের মানবতা আজ ভূলণ্ঠিত হচ্ছে, মানুষের অধিকার ও ভোটের অধিকার ভুলণ্ঠিত হচ্ছে, মানুষের কথা বলার স্বাধীনতাকে কেড়ে নেয়া হচ্ছে। আমাদের সংবিধানকে ধ্বংস করা হচ্ছে। যিশু সব মানুষের জন্য সমান সুযোগ দেওয়ার কথাও শুনিয়েছেন। আধুনিক গণতন্ত্রের মর্মকথাও তা-ই। সভ্যতার ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে, শুধু খ্রিস্ট ধর্মাবলম্বীদের জীবন ও দর্শনেই যিশুর প্রভাব পড়েনি, পুরো মানবসভ্যতাই কিছু না কিছু মাত্রায় প্রভাবিত হয়েছে তার আদর্শ, নীতি ও বিশ্বাস দ্বারা। বড়দিন উপলক্ষ্যে খুলনা বিএনপি খ্রিস্টান সম্প্রদায়কে জানাই শুভেচ্ছা
জানিয়ে বড়দিনের উৎসব সর্বজনীনতা লাভ করুক। এ ধর্মীয় উৎসবে সব ধর্মের মানুষের মধ্যে সংহতি গড়ে উঠবে এবং তা বিশ্বভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করবে বলে আশা ব্যক্ত করেন। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারি হেলাল, খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, বদরুল আনাম খান, আশরাফুল আলম নান্নু, ইশতিয়াক আহমেদ ইস্তি, কাজী কামরুল ইসলাম বাবুসহ অনেকে।