খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, বন্ধুমহল সামাজ কল্যান সংস্থা হতে পারে সমাজের অনুকরণীয় দৃষ্টান্ত। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করতে পারার মাঝে অনেক আনন্দ। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে “আমরা ভালোর সাথে” স্লোগানকে সামনে রেখে ৫ বছর ধরে কাজ করে আসছে খুলনার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বন্ধুমহল সামাজ কল্যান সংস্থা।
শুক্রবার (২৮ মার্চ) বিকাল ৩টায় জাতিসংজ্ঞ পার্কে বন্ধুমহল সামাজ কল্যান সংস্থা আয়োজনে নিজস্ব অর্থায়নে সমাজের হতদরিদ্র অসহায় ৫শতাধিক পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তুহিন বলেন, সবাইকে নিয়ে সুন্দর সমাজের স্বপ্ন দেখলে বন্ধুমহল হতে পারে অনুকরণীয় দৃষ্টান্ত। সমাজের প্রতি দায়িত্বে জায়গা থেকে সবাইকে মানুষের কল্যানে কাজ করতে তিনি সমাজের স্বচ্ছল বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবীর, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা হুমায়ুন কবীর, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, বন্ধুমহলের উপদেষ্টা মিজানুর রহমান মিলটন, খুলনা টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি, সাংবাদিক কৌশিক দে, আশফাকুর রহমান সাগর, লিটন ইরফান, সোহাগ দেওয়ান, আলি পাকবাজ জুয়েল, আওয়াল শেখ, মাসুদ পারভেজ হিরন, রুবেল আহমেদ, বেলাল হোসেন, আবু আনসারী মুন্না, রুহেল হাওলাদার প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিতেব করেন বন্ধুমহল সমাজ কল্যান সংস্থার সভাপতি শাহিনুল ইসলাম ও পরিচালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন।