আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ বিধ্বংসী এই বন্যা পরিস্থিতিতে বন্যা কবলিত বানভাসি মানুষের জন্য ত্রাণসমগ্রী সংগ্রহ করছে মাগুরা প্রেসক্লাব।মাগুরা শহরের চৌরঙ্গী মোড় সংলগ্ন প্রেসক্লাবের সামনের মুল ফটকে চলছে এই ত্রান সামগ্রী সংগ্রহের কাজ। দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে বন্যাকবলীত বানভাসি মানুষের জন্য সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকেই এই ত্রান সামগ্রী সংগ্রহ করা হচ্ছে।
এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ‘নগদ অর্থ’ শুকনো খাবার’ জামাকাপড়’ প্রয়োজনীয় ঔষধসহ নানা সামগ্রী বন্যা কবলিত মানুষের জন্য প্রেসক্লাবের ত্রাণ সংগ্রহ বুথে পৌঁছে দিচ্ছে। সকলের আস্থার জায়গা “মাগুরা প্রেসক্লাব” অচিরেই সংশ্লিষ্টদের মাধ্যমে এই ত্রাণ সামগ্রী ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রেসক্লাব কতৃপক্ষ।
বিধ্বংসী এই বন্যা কবলিত বানভাসি মানুষের সহযোগিতার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি “সাইদুর রহমান” এবং সাধারণ সম্পাদক “শফিকুল ইসলাম শফিক” সহ মাগুরায় কর্মরত সাংবাদিকগন।