বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনা’র যে সকল সদস্য এবছর পবিত্র হজ্বব্রত পালন করতে গিয়েছিলেন, হজ্বপালন শেষে সহি-সালামতিতে সবাই দেশে ফিরে আসায় এক শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সদ্য হাজীদের নিয়ে নগরীর কাইফেং চাইনিজ রেঁস্তরায় অদ্য সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. আব্দুল মালেক। সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় সভায় নতুন হাজীদের পক্ষে বক্তব্য রাখেন আলহাজ্ব ইঞ্জিঃ কাজী এনায়েত হোসেন। সভা থেকে সমিতির প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং অসুস্থ নেতা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মান্নান এবং সদস্য ডাঃ ফারজানা আক্তার রাখির স্বামী দেশের বাইরে চিকিৎসাধীন ডাঃ দিপুর সুস্থতা কামনা করা হয়। সভায় মোনাজাত পরিচালনা করেন সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুজিবর রহমান খন্দকার।
এ সময়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক ডাঃ নুরুল হক ফকির, কাজী নুরুল ইসলাম, আলহাজ্ব রোটাঃ আলতাফ হোসেন, আলহাজ্ব ইকবাল শফিকুর রহমান, মোঃ খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, এম এ সালাম, সরদার মিজানুর রহমান, আলহাজ্ব নাজেম আলী খলিফা, প্রকৌঃ মাহাবুবুর রহমান শামীম, তাসলিমা আক্তার লিমা, এ্যাড. শহীদুল ইসলাম, শিক্ষক আবুল কালাম, হুমায়ুন কবির বালী, এ্যাড. মিজানুর রহমান হাওলাদার, শিক্ষক হুমায়ুন কবির, চিত্র সাংবাদিক মামুন রেজা হাওলাদার, মাসুম হাওলাদার, লিটন হাওলাদার প্রমুখ নেতৃবৃন্দ।