সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বর্ণিল আয়োজনে উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন | চ্যানেল খুলনা

খুবিকে নতুন প্রজন্মের স্বপ্নের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যয়

বর্ণিল আয়োজনে উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

বিপুল উৎসাহ-উদ্দীপনায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সোমবার (২৫ নভেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়। এ বছর খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রমের ৩৪ বছর পূর্ণ করে ৩৫ বছরে পদার্পণ করলো। সকাল ৯.৩০ মিনিটে শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনে খুলনা বিশ্ববিদ্যালয়ের পতাকা উন্মোচনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মুগ্ধসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। একই সাথে খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে জড়িতদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

এরপর হাদী চত্বর থেকে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের অধিকাংশ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাদী চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট, বিভাগীয় পরিচালকসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এরপর মুক্তমঞ্চে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড. জসিম উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন দিবস উদযাপন কমিটির সদস্য-সচিব ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। অ্যালামনাইদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কে এইচ. মাযহাবুদ্দিন পল্লব, সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফজলে রেজা সুমন। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের মাহবুব আলম জুবায়ের। সমাপনী বক্তব্য রাখেন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম।

সভায় বক্তারা বলেন, শিক্ষা ও গবেষণায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সফলতা দৃশ্যমান। সমসাময়িক সময়ে প্রতিষ্ঠিত অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে খুলনা বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে। এ বিশ্ববিদ্যালয়ের কৃতি অ্যালামনাইরা দেশ-বিদেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। তাদের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার গর্বিত। এ সুনাম অর্জনের নেপথ্যে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সবারই অবদান রয়েছে। বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে সবাই যেভাবে ভূমিকা রাখছে, তাতে অচিরেই খুলনা বিশ্ববিদ্যালয় নতুন প্রজন্মের স্বপ্নের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠবে।

বক্তারা আরও বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। অসংখ্য ছাত্র-জনতার আত্মত্যাগে আজকে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এই স্পিরিট আমাদের ধরে রাখতে হবে। জুলাই বিপ্লবের আদর্শ ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে অংশ নিতে হবে। জ্ঞান-বিজ্ঞানে নিজেদের সমৃদ্ধ করতে হবে। ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন, শিক্ষা কার্যক্রম শুরু এবং প্রথম ওরিয়েন্টেশনের নানা স্মৃতিময় দিক তুলে ধরেন। সভাপতির বক্তব্যে উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়কে সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের বিষয়ে নানা প্রতিবন্ধকতা এবং এ সংকট দূরীকরণে বর্তমান প্রশাসনের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মোঃ মাহদী-আল-মুহতাসিম নিবিড় এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মিম। এ সময় দিবস উপলক্ষ্যে গঠিত বিভিন্ন উপ-কমিটির আহ্বায়ক ও ডিনবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গত বছরের কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও সংগঠনমূহকে সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া আলোচনা সভার প্রধান অতিথি একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড. জসিম উদ্দিন আহমদ ও খুলনা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম পিএইচডি অর্জনকারী ড. নাজমা আহমেদকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর আগে দিবসটি উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ১০০ পাউন্ডের কেক কাটা হয়। পরে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। মুক্তমঞ্চ সম্মুখস্থ মাঠে বিভাগ/ডিসিপ্লিনসমূহের গত বছরের অর্জন ও আগামী বছরের পরিকল্পনা উপস্থাপনার ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়।

এছাড়াও বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল এবং মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে সন্ধ্যায় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ক্যাম্পাসের মেইন গেট, রাস্তা, শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবন, উপাচার্যের বাসভবন, ক্যাফেটেরিয়া, লাইব্রেরি ভবন, একাডেমিক ভবন ও হলসমূহ আলোকসজ্জা করা হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

চিরদিনের জন্য ফ্যাসিবাদ বিলোপ হোক সেই লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

১০ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন

খুলনা বিগত কয়েক মাসের তুলনায় মাদকের ব্যবহার বেড়েছে

সড়ক দুর্ঘটনার মতো মানবসৃষ্ট দুর্যোগ প্রতিনিয়ত ঘটছে: জেলা প্রশাসক

শিক্ষা-গবেষণায় সহযোগিতার লক্ষ্যে খুবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমওইউ স্বাক্ষর

আইডিইবি প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত ও অসুস্থ সদস্য প্রকৌশলীদের সুস্থতা কামনায় খালিশপুরে ইফতার মাহফিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।