খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়নের পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিন শতাধিক পরিবারের মাঝে মঙ্গলবার বিকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী।
প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, বর্তমান সরকার গরিব-অসহায় ও শ্রমজীবী মানুষের সরকার। এই করোনাকালীন সময়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্য সহযোগিতা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে এক কোটিরও বেশি দুস্থ অসহায় পরিবার ১০ কেজি করে চাল পাচ্ছে । পাশাপাশি ‘সালাম মূর্শেদী সেবা সংঘ’ ও সারমিন সালাম অক্সিজেন ব্যাংক’ এর মাধ্যমে গরিব অসহায় ও কর্মহীনদের মাঝে সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, খুলনা জেলা আওয়ামী লীগ এর সদস্য ও সালাম মূর্শেদী সেবা সংঘের সমন্বয়ক ফ ম আব্দুস সালাম, জেলা সেচ্ছাসেবকলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোতালেব হোসেন, দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি এস এম গোলাম রহমান, উপজেলা আওয়ামী লীগ এর প্রচার সম্পাদক খান হাবিবুর রহমান বিপুল, সেনহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, পথেরবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ সেলিম মল্লিক, সেনহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সেনহাটী সাংগঠনিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী, সাধারণ সম্পাদক শেখ ইকতিয়ার হোসেন, দিঘলিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি শেখ আনসার আলী, উপজেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক শেখ ইয়াজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর আহবায়ক মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা কৃৃষকলীগ এর সাধারণ সম্পাদক খান আবু সাইদ, উপজেলা আওয়ামী লীগ নেতা কে এম আসাদুজ্জামান, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু, এমপি প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান তারেক, শেখ ইকবল হোসেন, মোঃ নজরুল মোল্লা, শেখ রিয়াজ, সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, সহ-সম্পাদক শেখ সাইদুর রহমান, মোড়ল হাসান মাহমুদ রাকিব, শেখ আলামিন, তাইজুল ইসলাম তাজু, মিরাজ মোল্লা, লিটন শেখ, রাজিব শেখ প্রমূখ।-খবর বিজ্ঞপ্তি