চ্যানেল খুলনা ডেস্কঃবঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল।শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর সরকারী মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা তিন শিফটে নেওয়া হবে। ১ম শিফট সকাল ৯টা থেকে ১০টা, ২য় শিফট বেলা ১১টা থেকে ১২টা, ৩য় শিফট বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত। ১ম শিফটে ‘এ’ ইউনিট, ২য় শিফটে ‘বি’ ইউনিট, ৩য় শিফটে ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।বশেফমুবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা মোঃ হিজবুল্লাহ (সৌরভ) দৈনিক অধিকারকে জানান, ‘ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল যথা সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
প্রসঙ্গত, এবার জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে চারটি অনুষদের অধীনে তিনটি ইউনিটে ১৫০টি আসনের বিপরীতে মোট আবেদন পড়েছে ৭ হাজার ৪৬৮টি।এ ছাড়াও আলাদা ভাবে ইউনিট ভিত্তিক আবেদনের সংখ্যা- বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, ‘এ’ ইউনিটে ৩ হাজার ৬৩১ টি, বিজনেস স্টাডিজ অনুষদ, ‘বি’ ইউনিটে ১ হাজার ১০৮টি (বাণিজ্য থেকে ৪৩৪টি, অ বাণিজ্য থেকে ৬৭৪টি) এবং সামাজিক বিজ্ঞান অনুষদ, ‘সি’ ইউনিটে ২৭২৯টি। প্রতি আসনের বিপরীতে লড়াই করবে ‘এ’ ইউনিটে ৪০ জন, ‘বি’ ইউনিটে (বাণিজ্যে ১৯ জন, অ বাণিজ্যে ৯৬ জন) এবং ‘সি’ ইউনিটে ৯১ জন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবার বিজ্ঞান অনুষদের অধীনে গণিত বিভাগ, প্রকৌশল অনুষদের অধীনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগ, বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে ম্যানেজমেন্ট বিভাগ ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে সমাজকর্ম বিভাগের প্রতিটিতে ৩০টি করে আসনে মোট ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।