বাগেরহাট : বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ জব্বারকে তার পদ থেকে বহিস্কারের ১৫ দিনের মধ্যে আবার স্ব-পদে বহাল করেছে দলটি। আজ বুধবার দলীয় প্যাডে বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফ্ফর রহমান আলম স্বাক্ষরিত এক চিঠিতে বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়।
চলতি মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হওয়া ও প্রার্থীতা প্রত্যাহারের দায়ে গত ১২ জানুয়ারি বাগেরহাট জেলা কমিটি আব্দুল মজিদ জব্বারকে পৌর বিএনপির সভাপতি পদ থেকে বহিস্কার করে চিঠি পাঠায়।
এ ঘটনায় মোরেলগঞ্জ উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে তা প্রত্যাহার করা হয় বলে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন।