মাগুরা প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী থানাধীন ডুমাইন গ্রামের ৪র্থ শ্রেনীর মেধাবী ছাত্র অপহৃত ফয়সাল হত্যা মামলা র্দীঘ ১০ বছর পর সিআইডিতে হস্তান্তরের পর ২ জনকে আটক করেছে ফরিদপুরের সিআইডি।
ফরিদপুর সিআইডির তদন্ত কর্মকর্তা এসআই মোয়াজ্জেম হোসেন জানান, মামলটির দায়িত্ব গ্রহনের পর বৃহস্পতিবার সকালে ডুমাইন বাজার থেকে তুজাম বিশ্বাস (৪৫) ও জসিম (৩৫) কে আটক করা হয়। তাদেরকে আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হয়েছে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা গেলে অপহরন ও হত্যার বিষয়ে তথ্য জানা সম্ভব হবে।
উল্লেখ্য, ২০১১ সালের ১৫ এপ্রিল বাড়ির পাশের খেলার মাঠ থেকে ফয়সাল নিখোজ হয়। নিখোজের ১ মাস পর ডুমাইন পরিবার পরিকল্পনা কেন্দ্রের টয়লেটের সেপটি ট্যাং থেকে বস্তা বন্দি মৃতদেহ উদ্ধার করে মধুখালী থানা পুলিশ। মামলার তদন্ত প্রতিবেদনে মুল রহস্য উদঘাটন এবং পূর্ণাঙ্গ তদন্ত না হওয়ায় অধিকতর তদন্তের জন্য আদালতে আবেদন করা হয়। আবেদনের সুত্রধরে বিজ্ঞ আদালত মামলাটি ২০২০ সালে অধিকতর তদন্তের জন্য ফরিদপুর সিআইডিকে আদেশ প্রদান করেন।