সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
বাংলাদেশকে শোয়েব আখতারের সালাম | চ্যানেল খুলনা

বাংলাদেশকে শোয়েব আখতারের সালাম

চ্যানেল খুলনা ডেস্কঃপ্রথম ম্যাচ দুর্দান্তভাবে জিতে সবাইকে চমকে দেয় বাংলাদেশ। প্রথমবারের মতো ভারতের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জয়ের স্বাদ নেয় তারা। সব মিলিয়ে স্বাগতিকদের ডেরায়ও এটি প্রথম জয় টাইগারদের।

এতে সিরিজ জয়ের সম্ভাবনা জাগে। তবে পরের ম্যাচ জিতে দারুণভাবে সমতায় ফেরে টিম ইন্ডিয়া। ফলে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হয়ে দাঁড়ায় শিরোপা নির্ধারণী। এখানেও আশা জাগায় বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হেরে স্বপ্নভঙ্গ হয় সফরকারীদের। ২-১ ব্যবধানে সিরিজ ঘরে রাখেন মেন ইন ব্লুরা।

প্রথম ম্যাচ হারের পর এক অর্থে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল ভারতের। পরে একটু পা হড়কালেই হতো সর্বনাশ। তবে পিছিয়ে থেকেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ নিজেদের করে নেন রোহিতরা। আর জয় বিসর্জন দেন মাহমুদউল্লাহরা।

সিরিজ শেষে এ নিয়ে নিজের বিশ্লেষণ দাঁড় করিয়েছেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। তবে বাংলাদেশকে খাটো করেননি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। বরং আগের চেয়ে টাইগারদের অনেক শক্তিশালী দল বলে অ্যাখ্যা দিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর বিশ্লেষক ও ধারাভাষ্যকারের ভূমিকায় কাজ করছেন শোয়েব। খুলেছেন নিজের একটি ইউটিউব চ্যানেল। এরই মধ্যে সেটি বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পেয়েছে।

সেই চ্যানেলে তিনি বলেন, ভারত প্রমাণ করেছে সিরিজে কারা ‘বস’ ছিল। মুশফিকুর রহিমের দাপুটে ব্যাটিংয়ের কাছে প্রথম ম্যাচ তারা হেরে যায়। তবে রোহিত শর্মার অসাধারণ ব্যাটিংয়ে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। তৃতীয় ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা আশা করা হয়েছিল। হয়েছেও তাই। তবে ভারত ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতেছে। সেরা দল হিসেবেই তা ঘরে রেখেছে তারা। তবে বাংলাদেশকে সালাম জানাই।

সর্বকালের দ্রুততম গতির বোলার বলেন, বাংলাদেশ হেরেছে ঠিক। তবে সবার মন জয় করে নিয়েছে। তারা এখন আর আগের মতো গড়পড়তা কিংবা সাধারণ মানের কোনো দল নয়। এটা সেই লাল-সবুজ জার্সিধারীরা নয়, যারা ২০ বছর আগে খেলত। এটা এমন একটা দল, যারা এখন সব প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে পারে।

সদ্য টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। সেই ধকল কাটিয়ে না ওঠার আগেই ভারতের বিপক্ষে টেস্ট খেলতে নামছেন টাইগাররা। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ১৪ নভেম্বর ইন্দোরে। এর পর আগামী ২২ নভেম্বর কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে শেষ ম্যাচ খেলতে নামবে দুদল। ঐতিহাসিক টেস্টটি হবে দিবারাত্রির। স্বভাবতই খেলা গড়াবে গোলাপি বলে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

‘দেশের মানুষের দারিদ্রের হার ১৮.৭০ শতাংশে নেমে এসেছে’

অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, মায়ের কারাদণ্ড

যুবককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই, ৩৬ ঘণ্টা পর উদ্ধার

কুষ্টিয়ায় রেস্তোরাঁয় ঢুকে ৩ জনকে ছুরিকাঘাত

জার্মানি সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

ঢাকার উদ্দেশে মিউনিখ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।