‘খুফিয়া’ নামে একটি বলিউড ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। পরিচালনা করেছেন বিশাল ভরদ্বাজ। এটি গত বছরের ৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পায়।
এতে অভিনয়ের জন্য বেশ প্রসংশাও পান বাঁধন। চলতি বছর ভারতের ফিল্মফেয়ার ওটিটি পুরস্কারে মনোনিত হয়েছে সিনেমাটি। তবে সেখানে অভিনয়শিল্পী হিসাবে ভারতের শিল্পীরা মনোনীত হলেও বাদ পড়েন তিনি।
ফাইনাল আসরে পুরস্কার পান বাঁধনের সহ-অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। তবে কি বাংলাদেশি বলেই বাদ পড়লেন বাঁধন! শুধু তাই নয়, এ উৎসবে মনোনিত হয়েছিল বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান অভিনীত হিন্দি সিনেমা ‘কড়ক সিং’।
এখানে জয়ার সহশিল্পীরা মনোনীত হলেও বাদ পড়েন বাংলাদেশি এ অভিনেত্রী। দুটি সিনেমার ক্ষেত্রে একই ঘটনার পর নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে, বাংলাদেশি অভিনেত্রী বলেই কী তাদের বাদ দেওয়া হয়েছে! ভারতে একই আসরে বাংলাদেশের দুই অভিনেত্রীর কারোই মনোনয়ন না পাওয়ার বিষয়টি নিয়ে এরই মধ্যে বেশ সমালোচনা তৈরি হয়েছে।