ক্রীড়া ডেস্কঃজুয়াড়ি কর্তৃক প্রস্তাব পেয়ে সেটা গ্রহণ না করলেও গোপন করার দায়ে নিষেধাজ্ঞার কবলে পড়েন সাকিব আল হাসান। তাই তো এক বছর তাকে থাকতে হচ্ছে ক্রিকেটের বাহিরে। ক্রিকেটের বাহিরে থাকলেও বাংলাদেশ দলের বড় ফ্যান সাকিব। তাই তো নিয়মিত খোঁজ খবর রাখছেন দলের। সে সঙ্গে আসন্ন পাকিস্তান সফর নিয়ে সতীর্থদের সফলতাও কামনা করেন তিনি।
পাকিস্তান সফর ইস্যুতে সাকিব বলেন, ‘আমি সবাইকে উইশ করব, তারা যেন সেফলি পৌঁছাতে পারেন। ভালোভাবে খেলে ফিরে আসতে পারেন এবং অবশ্যই বাংলাদেশের জন্য সাফল্য নিয়ে আসতে পারেন। শ্রীলঙ্কা শেষবার যখন গেল তখন ৩-০তে জিতে এসেছে টি-টুয়েন্টি সিরিজ পাকিস্তানের সাথে। তো আমাদেরও ভালো করা উচিত।’
সাকিবকে এনডোর্স করা প্রথম কেনো ব্র্যান্ড লাইফবয়। ইউনিলিভার্সের এই পণ্যটির সঙ্গে সাকিবের সম্পর্ক অষ্টম বছর পেরিয়ে নবম বছরে পদার্পণ করেছে। সে সঙ্গে নতুন করে আরও তিন বছরের চুক্তিতে যুক্ত হয়েছে সাকিব-লাইফবয়। বুধবার (২২ জানুয়ারি) ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত হয় সাকিব-লাইফবয়ের নবম বছর পূর্তি অনুষ্ঠান।
অনুষ্ঠানে সাকিবের কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশ দলের কর্মকর্তা কিংবা কোচদের সঙ্গে যোগাযোগ রয়েছে কি না? জবাবে সাকিব বলেন, ‘আমার কথা হয়, সবসময়ই কথা হয়। হেড কোচের সঙ্গে তো রেগুলারই কথা হয়। সবসময় যে কোচিং স্টাফের সঙ্গে কথা বলতে গেলে ক্রিকেট নিয়েই কথা বলতে হবে এমন না। অনেকের সঙ্গেই যোগাযোগ আছে এবং কথা হয়।