ক্রীড়া ডেস্কঃআর মাত্র দুই দিন পরই টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে ভারত উড়াল দিবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সফরে তিনটি টি-টুয়েন্টি ও দুইটি টেস্ট খেলবে টাইগাররা। মাঠের শক্তির বিবেচনায় বাংলাদেশ থেকে যোজন যোজন এগিয়ে ভারত। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বর্তমান দলটি বেশি ভয়ঙ্কর ও পেশাদার।
তারকাবহুল টিম ইন্ডিয়াকে যেমন মোকাবেলার পরিকল্পনা করছে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা, তেমনি টাইগারদের নিয়েও ছক কষছে রবি শাস্ত্রীর দল। আর এমনই তথ্য উঠে এসেছে ভারতের একটি জাতীয় দৈনিকে।
সংবাদমাধ্যমটি ‘পদ্মা পাড়ের কাঁটা’ শিরোনামে বাংলাদেশের যে খেলোয়াড়রা ভারতের সামনে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারেন, তাদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে টিম ইন্ডিয়ার প্রথম টার্গেট টাইগার কাপ্তান সাকিব আল হাসান। দ্বাদশ বিশ্বকাপে অসামান্য পারফর্মেন্স করে নিজেকে নতুন করে চিনিয়েছেন। প্রতিবেদনটিতে সাকিবকে নিয়ে বলা হয়েছে, ‘বাংলাদেশের ক্যাপ্টেন বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার। দীর্ঘদিন ধরে আইপিএল খেলার সুবাদে ভারতের উইকেট সম্পর্কে ধারণা রয়েছে তার।’
টাইগার পেস সেনসেশন মুস্তাফিজুর রহমানকে নিয়ে বলা হয়েছে, ‘বাঁহাতি পেসার আইপিএলে হায়দরাবাদ ও মুম্বাইয়ের হয়ে খেলেছেন। ডেথ ওভারে ম্যাচ ঘুরিয়ে দেয়ার ক্ষমতা রাখেন।’। বাংলাদেশ দলের অভিজ্ঞ তারকা মুশফিকুর রহীমকে নিয়ে লেখা হয়েছে, ‘বাংলাদেশের উইকেটকিপারের অভিজ্ঞতা বিশাল। ৮১টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। বড় শট নেয়ার ক্ষমতা রয়েছে।’
এছাড়াও দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে মন্তব্য করা হয়েছে, ‘অভিজ্ঞ অল-রাউন্ডার। ব্যাট হাতে মিডল অর্ডারে টিমের বড় ভরসা। প্রয়োজনে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।