সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বাংলাদেশের শীর্ষ দশ সাইবার ঝুঁকি | চ্যানেল খুলনা

বাংলাদেশের শীর্ষ দশ সাইবার ঝুঁকি

প্রযুক্তির অগ্রযাত্রায় আমাদের সাইবার সংশ্লিষ্টতা ব্যাপকহারে বেড়েছে। একইসঙ্গে বেড়েছে ওয়েব এবং ইন্টারনেট সংশ্লিষ্ট নিত্যনতুন সব ঝুঁকি ও হুমকি। সাইবার হুমকি একটি ক্রমবর্ধমান ঝুঁকি, যা সারা বিশ্বেই প্রতিনিয়ত বাড়ছে।

নতুন নতুন সাইবার হুমকি যেমন দেখা যাচ্ছে, একইভাবে পুরনো হুমকিগুলোও নিয়মিতভাবে সময় এবং প্রযুক্তির সঙ্গে বিকশিত হচ্ছে। প্রতি বছর বাংলাদেশ সরকারের কম্পিউটার ইন্সিডেন্স রেসপন্স টিম বা বিজিডি ই–গভ সার্ট-এর রিস্ক অ্যাসেসমেন্ট ইউনিট বাংলাদেশ সাইবার থ্রেট ল্যান্ডস্কেপ প্রতিবেদন প্রকাশ করে। এতে ২০১৯-২০২০ সালের জন্য গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো, সরকারি-বেসরকারি সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা ও একাডেমিয়ার অংশ গ্রহণে ওয়ার্কশপের আয়োজন করা হয়।

ওয়ার্কশপ থেকে প্রাপ্ত তথ্যাদি এবং জরিপের মাধ্যমে প্রাপ্ত তথ্যগুলোর ভিত্তিতে এ রিপোর্ট তৈরি করা হয়। রিপোর্টটিতে দেখা যায়, ২০১৯-২০২০ সালের জন্য বাংলাদেশে সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে স্প্যাম, যা গতবছর দ্বিতীয় বড় ঝুঁকি হিসেবে তালিকায় ছিল। দ্বিতীয় ঝুঁকি হিসেবে র‌্যানসমওয়্যার গতবছরের অষ্টম অবস্থান থেকে এবারের রিপোর্টে দ্বিতীয় স্থানে উঠে আসে।

এরপরের স্থানগুলোয় ফিশিং, ম্যালওয়ার ও ইনফরমেশন লিকেজ-এর মতো ঝুঁকিগুলো স্থান করে নিয়েছে। বাংলাদেশের প্রথম দশটি সাইবার ঝুঁকিগুলোর একটি তালিকা নিচে প্রদান করা হল-

বাংলাদেশের শীর্ষ ১০ সাইবার ঝুঁকি : ১। স্প্যাম, ২। র‌্যানসমওয়্যার, ৩। ফিশিং, ৪। ম্যালওয়্যার, ৫। ইনফরমেশন লিকেজ, ৬। ইনসাইডার থ্রেট, ৭। আইডেন্টিটি থেফট, ৮। ওয়েব-বেজড অ্যাটাক, ৯। ডাটা ব্রিচ ও ১০। ডিনায়াল অব সার্ভিস।

https://channelkhulna.tv/

তথ্য প্রযুক্তি আরও সংবাদ

বড় অঙ্কের জরিমানার মুখে মেটা

৮৫ লাখ অ্যাকাউন্ট ব্যান করলো হোয়াটসঅ্যাপ

গুগলকে ২০ ডেসিলিয়ন ডলার জরিমানা করলো রাশিয়া

খাবারের টাকায় ওয়াশিং পাউডার কেনায় চাকরি গেল কর্মীর!

বিটিআরসি চেয়ারম্যানসহ ৩ জনের চুক্তি বাতিল

মোবাইলে ইন্টারনেট প্যাকেজ নিয়ে বিটিআরসির নতুন সিদ্ধান্ত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।