সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বাংলাদেশের হয়ে খেলতে তিন শর্ত দিয়েছেন সাকিব | চ্যানেল খুলনা

বাংলাদেশের হয়ে খেলতে তিন শর্ত দিয়েছেন সাকিব

জাতীয় দলের হয়ে দুই ফরম্যাট থেকে এরই মধ্যে অবসর নিয়ে ফেলেছেন সাকিব আল হাসান। বাকি রয়েছে শুধু একদিনের ক্রিকেট। জাতীয় দলের চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজের দলে সাকিবকে রাখা না রাখা নিয়ে আলোচনার মধ্যেই পাওয়া গেল নতুন খবর।

দেশের একটি সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তিনটি শর্ত দিয়েছেন সাকিব। শর্তগুলো হচ্ছে–তার ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ করা, দেশের মাটিতে খেলার নিশ্চয়তা এবং নির্বিঘ্নে দেশে আগমন এবং দেশত্যাগের গ্যারান্টি।

বিসিবি এসব শর্ত মেনে তাকে উইন্ডিজ সিরিজের দলে রাখবে কিনা সেটাই এখন দেখার বিষয়।

তবে সাকিবের তিন শর্তের কোনোটাই কার্যত বিসিবির এখতিয়ারভুক্ত নয়। সাকিবের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এটি বাংলাদেশ ব্যাংকের একটি সংস্থা। বিসিবির সঙ্গে এর কোনোই সম্পর্ক নেই।

সাকিবের বাকি দুই শর্তের ব্যাপারে বিসিবি সর্বোচ্চ সরকারকে অনুরোধ জানাতে পারে। তবে সেসবেরও নিশ্চয়তা দেওয়ার এখতিয়ার বা সুযোগ বিসিবির নেই।

তাই এসব শর্ত বিসিবির মেনে নেওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই মত সংশ্লিষ্টদের।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই ‘নির্বাসন-এ রয়েছেন দলটির সাবেক সংসদ সদস্য সাকিব। অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েও পরে পিছিয়ে যান তিনি।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

নিগারদের বিশ্বকাপে খেলার অপেক্ষা বাড়াল উইন্ডিজ

ক্লাব ছাড়ছেন ভিনি, হালান্ডে চোখ রিয়ালের!

দেশে ফিরেই মিরপুরে চলে গেলেন তামিম

পিএসএলের উদ্বোধনী দিনেই দুর্ঘটনা, ক্রিকেটারদের হোটেলে আগুন

রেকর্ড গড়েই জয় পেল বাংলাদেশ

ইসরায়েলের সাবেক ফুটবলারের বাসায় গ্রেনেড হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।