সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বাংলাদেশে পৌঁছেছে ভারতীয় ‘অক্সিজেন এক্সপ্রেস’ | চ্যানেল খুলনা

বাংলাদেশে পৌঁছেছে ভারতীয় ‘অক্সিজেন এক্সপ্রেস’

২০০ মেট্রিক টন মেডিকেল অক্সিজেন নিয়ে বাংলাদেশে এসে পৌঁছেছে ভারতের বিশেষ ট্রেন ‘অক্সিজেন এক্সপ্রেস’। শনিবার (২৪ জুলাই) রাতে যশোরের বেনাপোলে এসে পৌঁছায় ১০ কন্টেইনারের ট্রেনটি।

কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা করে। সেখানে অক্সিজেন নামিয়ে খালি ট্রেন আবারও ভারতে ফিরে যাবে।

কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা করে। সেখানে অক্সিজেন নামিয়ে খালি ট্রেন আবারও ভারতে ফিরে যাবে।

শনিবার (২৪ জুলাই) ঝাড়খান্ডের টাটানগর রেলওয়ে স্টেশন থেকে ১০ কন্টেইনারের ট্রেনটি ছেড়ে আসে। এর আগে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ এর সময় এরকম বিশেষ ট্রেন চলাচল করলেও দেশটির বাইরে প্রথমবার সেটি পরিচালিত হয়েছে।

ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনারের কার্যালয় থেকে প্রাকশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা প্রতিরোধে অক্সিজেনগুলো বাংলাদেশের হাসপাতালগুলোতে দেয়া হবে। আশা করা যাচ্ছে কোভিড-১৯ পরিস্থিতি উন্নয়নে এটি ভূমিকা রাখবে।

এর আগে ২১ জুলাই জরুরি ভিত্তিতে সড়কপথে ১১টি ট্যাঙ্কারে মোট ১৮০ মেট্রিক টন মেডিকেল অক্সিজেন পাঠায় ভারত।
এপ্রিলের দিকে ভারতের শনাক্ত হওয়া ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয় ভারত। এসময় দেশটিতে চরমমাত্রায় অক্সিজেন সঙ্কট দেখা দেয়। তখন অক্সিজেন পরিবহনের জন্য ‘অক্সিজেন এক্সপ্রেস’ নামক ট্রেন চালু করে ভারতীয় রেলওয়ে।

এপ্রিলের ২৪ তারিখ থেকে এই ট্রেন চালু হয়। এরপর মোট ৪৮০ বারে মোট ৩৬ হাজার ৮৪১ মেট্রিক টন মেডিকেল অক্সিজেন পরিবহন করে ‘অক্সিজেন এক্সপ্রেস’।

https://channelkhulna.tv/

বাংলাদেশ আরও সংবাদ

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

টেন্ডার সিন্ডিকেট ভাঙতে হবে: রিজওয়ানা হাসান

ট্রাইব্যুনালের মামলায় প্রথম জবানবন্দি দিলেন সাবেক আইজিপি মামুন

আদালতে আমুর বক্তব্যে উত্তেজনা, আইনজীবীকে পিটুনি

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কুশীলবদের খুঁজতে কমিটি গঠনে রুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।