২০০ মেট্রিক টন মেডিকেল অক্সিজেন নিয়ে বাংলাদেশে এসে পৌঁছেছে ভারতের বিশেষ ট্রেন ‘অক্সিজেন এক্সপ্রেস’। শনিবার (২৪ জুলাই) রাতে যশোরের বেনাপোলে এসে পৌঁছায় ১০ কন্টেইনারের ট্রেনটি।
কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা করে। সেখানে অক্সিজেন নামিয়ে খালি ট্রেন আবারও ভারতে ফিরে যাবে।
কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা করে। সেখানে অক্সিজেন নামিয়ে খালি ট্রেন আবারও ভারতে ফিরে যাবে।
শনিবার (২৪ জুলাই) ঝাড়খান্ডের টাটানগর রেলওয়ে স্টেশন থেকে ১০ কন্টেইনারের ট্রেনটি ছেড়ে আসে। এর আগে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ এর সময় এরকম বিশেষ ট্রেন চলাচল করলেও দেশটির বাইরে প্রথমবার সেটি পরিচালিত হয়েছে।
ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনারের কার্যালয় থেকে প্রাকশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা প্রতিরোধে অক্সিজেনগুলো বাংলাদেশের হাসপাতালগুলোতে দেয়া হবে। আশা করা যাচ্ছে কোভিড-১৯ পরিস্থিতি উন্নয়নে এটি ভূমিকা রাখবে।
এর আগে ২১ জুলাই জরুরি ভিত্তিতে সড়কপথে ১১টি ট্যাঙ্কারে মোট ১৮০ মেট্রিক টন মেডিকেল অক্সিজেন পাঠায় ভারত।
এপ্রিলের দিকে ভারতের শনাক্ত হওয়া ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয় ভারত। এসময় দেশটিতে চরমমাত্রায় অক্সিজেন সঙ্কট দেখা দেয়। তখন অক্সিজেন পরিবহনের জন্য ‘অক্সিজেন এক্সপ্রেস’ নামক ট্রেন চালু করে ভারতীয় রেলওয়ে।
এপ্রিলের ২৪ তারিখ থেকে এই ট্রেন চালু হয়। এরপর মোট ৪৮০ বারে মোট ৩৬ হাজার ৮৪১ মেট্রিক টন মেডিকেল অক্সিজেন পরিবহন করে ‘অক্সিজেন এক্সপ্রেস’।