সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বাংলাদেশ নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ, খুলনায় নতুন ভর্তি ছাত্রদের বই বিতরণ | চ্যানেল খুলনা

বাংলাদেশ নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ, খুলনায় নতুন ভর্তি ছাত্রদের বই বিতরণ

খুলনা গোয়ালখালি এলাকায় অবস্থিত বাংলাদেশ নৌ বাহিনীর তত্বাবধানে পরিচালিত বাংলাদেশ নৌ বাহিনী স্কুল এন্ড কলেজে নতুন ভর্তি ছাত্রদের হাতে নতুন বই তুলে দেন সম্মানিত অধ্যক্ষ ক্যাপ্টেন এম কামাল নাসের এনডি, পিএসসি, বিএন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন, আরো উপস্থিত ছিলেন, কলেজের অধ্যাপক মো: মাসুদ আলম গোলদার, সহ: শিক্ষিকা মোছা: নাসিমা পারভীন, সহ: শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, সুধীন কুমার দেওয়ান, জি, এম, আব্দুল্লাহ এবং এই স্কুলের ছাত্রী বাংলার গায়েন প্রতিযোগীতায় ১২ তম স্থান অধিকারী জেসি মোশাররফ।

প্রধান অতিথি ক্যাপ্টেন এম কামাল নাসের তার বক্তব্যে বিশেষ ভাবে উল্লেখ করেন, তিনি যোগদানের পর থেকে সকলের সহযোগীতা নিয়ে, স্কুলের পরিবেশ উন্নয়ন, একাডেমীক মান উন্নয়ন, ক্রীড়া সহ বিভিন্ন বিষয়ে উন্নয়নের চেষ্টা করেছেন, যার ফলশ্রুতিতে একদিকে যেমন স্কুলের রেজাল্ট অনেক ভালো হয়েছে, তেমনিভাবে ছাত্র ছাত্রীগণ নৈতিক শিক্ষা এবং ক্রীড়াক্ষেত্রেও অভূতপূর্ব সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করে চলেছে। এ কারণেই বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায় থেকে স্কুলকে পুরষ্কৃত করা হয়েছে। তিনি আরও বলেছেন, তিনি ক্লাসেই সকলের পাঠদানের ব্যবস্থা এবং প্রয়োজনে প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় অতিরিক্ত কোচিং এর ব্যবস্থা করা হয় এবং কোনভাবেই যেন কোন শিক্ষক কোচিং বাণিজ্যে জড়িয়ে না পড়েন অর্থাৎ কোচিং নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তন তিনি এনেছেন বলে তার বক্তব্যে উল্লেখ করেন।

এসময়ে বিশেষ অতিথি গ্লোবাল খুলনার আহবায়ক বলেন, এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই খুলনায় ব্যপক সাড়া ফেলেছে, নিয়মিত ক্লাস, খেলাধুলা, কম্পিউটার শিক্ষা সহ অত্যন্ত আধুনিক পরিচ্ছন্ন পরিবেশের কারণে বাচ্চারা একদিকে যেমন স্কুলমূখী হয়েছে এবং শারীরিক, মানষিক এবং লেখাপড়ায় ও অনেক আগ্রহী হয়ে উঠছে। তিনি মনে করেন, এ জন্যে নিয়মানুবর্তিতা যেমন আছে, অধ্যক্ষ সহ সকল শিক্ষকদের স্নেহসুলভ ও আন্তরিক ব্যবহার ও সমানভাবে ভূমিকা রেখেছে। তিনি স্কুলের আরো উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

সোনাডাঙ্গায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ডাবলু গ্রেপ্তার

‘দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে উন্নয়ন সম্ভব নয়’ ধর্ম উপদেষ্টা

দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: গয়েশ্বর চন্দ্র রায়

খুলনায় পুলিশের এডিসি কামরুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

খুলনা মহানগরে ১০টি স্থানে ভর্তুকিমূল্যে কৃষিপণ্য বিক্রি চলছে

খুলনায় জাপা কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।