চ্যানেল খুলনা ডেস্কঃবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় স্টার্টআপ অ্যাক্সিলারেটর প্রোগ্রাম ‘হাল্ট প্রাইজ’ এর অন-ক্যাম্পাস রাউন্ডের ফাইনাল। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের আয়োজনে প্রথমবারের মতো শনিবার (৭ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে টিএসসি মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় এ প্রোগ্রাম।
এর আগে দুই রাউন্ডের মাধ্যমে বাচাই করে ফাইনালের জন্য নির্বাচিত করা হয় ৫টি দলকে। নির্বাচিত ওই দলগুলোকে নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ৫টি দলের মোট ১৮ জন প্রতিযোগী।
নিজেদের তৈরি প্লান উপস্থাপনের মাধ্যমে চ্যাম্পিয়ন হন গ্রিন বিডি দলের সদস্যরা। তিন জন বিচারকের রায়ে গ্রিন বিডি দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় ১ম রানারআপ হয়েছে ওয়েস্ট ম্যাট্রিক্স। ২য় রানার আপ হয় ডাইনামিক মাইন্ড। এ দিকে রিজিয়নাল রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ পাবে শুধু চ্যাম্পিয়ন দল।