মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বার্ষিক মূল্যায়ন ও পুরস্কার বিতরণী -২০২০ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাসের সভাপতিত্বে এবং স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জব্বার ফারুকীর সঞ্চলনায় ওই অন্ষ্ঠুানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মোঃ সেলিম রেজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে, আর কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন, খুলনা মেডিকেল কলেজের জুনিয়ার কনসাল্টটেন্ড ডাঃ শৈলেন্দ্রনাথ বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, এছাড়া উপস্থিত ছিলেন আরএমও ডাঃ আব্দুল আউয়াল, ডাঃ সেীমিত্র মিত্র, ডাঃ রায়হান, ডা নাহিদ মেহেদী, স্বাস্থ্য পরিদর্শক দিলিপ বিশ্বাস, হিসাব রক্ষক শামীম হাসান, প্রেসক্লাব মোল্লাহাটের সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, প্রচার সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, পরিসংখ্যানবিদ এম এ তাহের সহ কর্মকর্তা কর্মচারী বৃন্দ পরে বিজয়ীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরীতে ক্রেষ্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।