বুধবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সকাল ১০ টায় দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে ও ইউনিসেফের সহযোগিতায় এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্প অবহিতকরণ সভায় এনজিও সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী খালিদ হাসানের পরিচালনায় কোভিড-১৯ এর বিস্তার রোধে করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার গৌরব কুমার সাহা। প্রজেক্টের টুম্পা আক্তার মিমের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ মজনুর রহমান, প্রধান শিক্ষক সংকার কুমার সিকদার, প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, শিক্ষিকা শামীম আরা শিপ্রা, শিক্ষক নাজমুল হুদা, পেড়িখালী ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান নিখিল চন্দ্র মন্ডল, সাংবাদিক সেকেন্দার মোড়ল, মোঃ আরিফ ঢালী, জাকারিয়া শাওন প্রমুখ। অবহিতকরণ সভায় বক্তারা বলেন, কোডিড-১৯ প্রতিরোধ এবং টিকা গ্রহণের জন্য ব্যাক্তি এবং সমাজের জ্ঞান বৃদ্ধি এবং অনুশীলনে উদ্বুদ্ধ করতে হবে, পপুলার থিয়েটার বা লোকগানের মাধ্যমে গণসচেতনতামূলক প্রচারণা চালাতে হবে। হাট/বাজার, বাস স্টান্ড, মসজিদ এবং অন্যান্য জনবহুল স্থানে মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করতে হবে । স্কুল পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারাভিযান করা হবে ।
হাত ধোয়া, মাস্ক পরা এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার লক্ষ্যে প্রতিটি উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে । স্কুলে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক তথ্য সম্বলিত ক্লাস রুটিন বিতরণ করা । জনবহুল স্থানসমূহে পোস্টারিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো। এছাড়া কোভিড-১৯ প্রতিরোধমূলক আচরণ, সেবাদান এবং ভ্যাকসিন গ্রহণে ইতিবাচক
মনোভাব গড়ে তোলার সুবিধার্থে সমাজ ও সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ততা বৃদ্ধি করা। কমিউনিটি লিডারদের সম্পৃক্ত করার লক্ষ্যে তাদের সাথে প্রকল্প পরিচিতি সভা করা । বিভিন্ন ধর্মীয় নেতাদের কর্মশানা করা ও গ্রামাঞ্চলের জনসাধারণের সাথে উঠান বৈঠকের মাধ্যমে টিকাদানের বিষয়ে প্রচারণা/উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা হবে।