জাকারিয়া হোসাইন শাওনঃ বাগেরহাটে করোনার সংক্রমন রোধে ঘরে থাকা প্রায় সাত‘শ কর্মহীন পরিবারের মাঝে নিজস্ব তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী লিটন শিকদার। মঙ্গলবার দুপুরে সামাজিক দুরত্ত্ব বজায় রেখে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদ মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামর“জ্জামান টুকুর পক্ষে অসচ্ছলদের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ষাট গুম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তার“জ্জামান বাচ্চু।
এসময় খানপুর ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ননীগোপাল সাহা, আওয়ামী লীগ নেতা মহব্বত আলী চাকলাদার, আক্তার“জ্জামান টুকুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে প্যাকেটে করে চাল, ডাল, তেল, পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় পন্য মাঠের মধ্যে রাখা হয়। কর্মহীন পরিবারের সদস্যরা নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী নিয়ে যার যার বাড়িতে চলে যায়।
বক্তারা বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় মানুষ ঘরের মধ্যে অবস্থান করছে। তাই এসব কর্মহীন মানুষের মাঝে অভাব দেখা দিয়েছে। এজন্য সরকারী ভাবে সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান মানুষও অসহায়দের পাশে দাড়িয়েছে। বিশিষ্ট সমাজ সেবক ব্যবসায়ী লিটন শিকদার তার মৃত পিতা দুলাল কৃষ্ণ শিকদারের নামে খানপুর ইউনিয়নের প্রায় সাত‘শ অসচ্ছল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন। এটি একটি মহতি উদ্যোগ। সমাজের অন্য বিত্তবানেরাও এভাবে এগিয়ে আসবেন বলে আশা করেন বক্তারা।