চ্যানেল খুলনা ডেস্কঃবাগেরহাট সদরের বিষ্ণুপুরের বাদোখালী কাটা খালে বস্তাবন্ধি অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধারের এক বছর পরে মামলার মুল হত্যাকারী মোঃ বাবুল হাওলাদার চোরা বাবুল (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে ক্লুলেস এ হত্যাকান্ডের রহস্য উম্মোচিত হয়েছে। বুধবার সন্ধ্যায় বাগেরহাট ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) জেলার মোংলা থেকে বাবুলকে আটক করে। তবে তদন্তের স্বার্থে গতকাল বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের অবহিত করেন সিআইডি’র কর্মকর্তারা।
গ্রেফতার বাবুল হাওলাদার বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর বাদোখালী গ্রামের সিফাত উল্লাহ হাওলাদারের ছেলে। সিআইডি বাগেরহাটের উপ-পরিদর্শক মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর রামপাল উপজেলার তালবুনিয়া গ্রামের আব্দুল হাকিম শেখের মেয়ে আনজিরা বেগমকে হত্যা করে বাদোখালি গ্রামের আনসার আলীর বাড়ির সামনে কাটা খালে বস্তা ভরে গভীর রাতে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা খালে মুখ বাধা বস্তা ভাসতে দেখে পুলিশে খবর দিলে বাগেরহাট মডেল থানা পুলিশ ওই বস্তা উদ্ধার করে ভেতরে এক তরুণীর লাশ পায়। দুই দিন পরে পুলিশ নিহতের পরিচয় পায়, নিহতের বাড়ী রামপাল এবং নাম আঞ্জিরা খাতুন, তবে তখন কেন, কি জন্য কারা হত্যা করেছে সে বিষয়ে পুলিশ জানতে পারে নাই।
ওই ঘটনায় সদর থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা হয়। পরে হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতারের জন্য মামলাটি বাগেরহাট সিআইডির কাছে হস্তান্তর করা হয়। বিভিন্ন অনুসন্ধান ও তদন্তে আমরা নিশ্চিত হই এ হত্যাকান্ডের সাথে বাবুল জড়িত। তিনি আরও বলেন, হত্যাকান্ডের পরে বাবুল এলাকা থেকে আত্মগোপন করে। যাযাবরের মত কিছু দিন খুলনায়, কিছু দিন রামপাল এবং কিছু দিন সুন্দরবনে পালিয়ে ছিল। বিশেষ অনুসন্ধ্যানের মাধ্যমে বুধবার সন্ধ্যায় মোংলা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। হত্যাকান্ডে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।