বাগেরহাটের চিতলমারী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি ও ব্রক্ষগাতি মানব উন্নয়ন সংস্থা শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। শুক্রবার বেলা ১২ টায় উপজেলার চরলাটিমা দিশারী যুব সংঘের মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবু মূছা।
সাবেক প্রধান শিক্ষক ও প্রবীণ ব্যাক্তিত্ব সুনিল কুমার বিশ্বাসের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রক্ষগাতি মানব উন্নয়ন সংস্থা’র সভাপতি মৃম্ময় বালা, সাধারন সম্পাদক কৃপা সিন্ধু মন্ডল, কোষাধ্যক্ষ মৃত্যুঞ্জয় তড়–য়া, চিতলমারী উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এস সাগর, প্রাক্তন শিক্ষক ভীষ্মদেব বিশ্বাস, ইউপি সদস্য রঞ্জন কুমার মন্ডল প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক অজিত কুমার মন্ডল।