বাগেরহাট প্রতিনিধিঃ সংক্ষিপ্ত র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বাগেরহাটে জাতীয় জন্ম নিবন্ধন দিবস -২০১৯ পালন করা হয়েছে। জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নের দাবী সবার এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রবিবার বেলা ১১ টায় র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেব প্রসাদ পালের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। এ ছাড়া বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দার ও সদরউপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন প্রমুখ। আলোচনা সভায় জন্মনিবন্ধন সংশ্লিষ্ট দপ্তরে যেন জন্ম নিবন্ধন করতে গিয়ে কেহ অযথা হয়রানীর ম্বীকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
অভিযোগ রয়েছে অনৈতিক অর্থের বিনিময়ে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে জন্ম সনদ নিয়ে বাল্য বিবাহসহ নানা বে- আইনি কাজ করা হয়।